অ্যাসোসিয়েটেড প্রেস
ইউক্রেনের বুচা শহরে ৪১০টি লাশের সন্ধান
ইউক্রেনের বুচা শহরে ৪১০ জনের মতো বেসামরিক লোকের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিয়েভের কাছাকাছি শহরগুলো থেকে রুশ সৈন্যদের সরে যাওয়ার পর লাশগুলোর সন্ধান পাওয় গেছে।
বুচা থেকে পাঠানো লাশের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ইউরোপীয় নেতারা এ নৃশংসতার নিন্দা করেছেন এবং মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: রাশিয়ান সৈন্যরা পিছু হটছে: জেলেনস্কি
অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা রাজধানীর উত্তর-পশ্চিমে বুখার আশেপাশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের লাশ দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।এদের খুব কাছ থেকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা।
ইউক্রেনীয় কর্মকর্তারা এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছেন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগকে ‘উস্কানি’ বলে প্রত্যাখ্যান করে দিয়েছেন।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৬, আহত ১০
২ বছর আগে
এপি’র ভিডিও দিয়ে নিজেদের ডিজিটাল কন্টেন্ট পুনঃসংজ্ঞায়িত করছে ইউএনবি
ভিজ্যুয়াল সাংবাদিকতার মাধ্যমে ডিজিটাল বিপ্লবে নিজেদের উপস্থিতির জানান দিতে দেশ ও বিদেশে নিজেদের লাখ লাখ দর্শক, শ্রোতা এবং পাঠকের জন্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকে উচ্চমানের ভিডিও কন্টেন্ট নিয়ে আসছে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।
৩ বছর আগে
সংবাদ বিনিময় চুক্তি করল ইউএনবি, ডব্লিউএএম
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াকালাত আনবা’আ আল ইমারাত (ডব্লিউএএম) সংবাদ বিনিময়ের জন্য এক চুক্তিতে স্বাক্ষর করেছে।
৪ বছর আগে