১৯৮৮ সাল থেকে অংশীদারিত্ব উপভোগ করে আসা ইউএনবি এবং এপি ২০২১ সালের ১ জানুয়ারি এ বিষয়ে একটি চুক্তি করে।
ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতায় সাংবাদিকতার জগতটি যেহেতু দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে আরও বিস্তৃত পরিসরে উচ্চমানের ভিডিও কন্টেন্ট পৌঁছে দিতে আমরা এপি’র সাথে আমাদের অংশীদারিত্ব প্রসারিত করেছি।’
ইউএনবি ও সিনহুয়ার সংবাদ বিনিময় চুক্তি সই
ইউএনবি’র ডিরেক্টর নাহার খান বলেন, ‘মিডিয়া ল্যান্ডস্কেপে আমরা সম্ভবত উল্লেখযোগ্য উদ্ভাবনী ভিজ্যুয়াল সাংবাদিকতা দেখতে পাব। দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে নতুন এই চ্যালেঞ্জ গ্রহণে ইউএনবি প্রস্তুত রয়েছে।’
বিশ্বাসযোগ্য তথ্যের উৎস হিসেবে ১৯৮৮ সাল থেকে ইউএনবি বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিজের মূল্যবান গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক উপভোগ করে আসছে।
এনায়েতুল্লাহ খান বলেন, প্রযুক্তির উত্থানের সাথে বিকশিত ডিজিটাল মিডিয়ার প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এবং সময়োপযোগী কন্টেন্ট সরবরাহ করতে নিজ গ্রাহকদের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় ইউএনবি।
ইউএনবি তার পাঠকদের জন্যও আকর্ষণীয় কন্টেন্ট সরবরাহ করবে এর ওয়েবসাইটে (http://www.unb.com.bd)।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ায় বেসরকারিখাতে আত্মপ্রকাশ করা প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। সংবাদ বিনিময়ের ক্ষেত্রে ইউএনবির প্রধান অংশীদার হলো বিশ্বের অন্যতম বৃহত্তম সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
সংবাদ বিনিময় চুক্তি করল ইউএনবি, ডব্লিউএএম
বর্তমানে ভারতের পিটিআই, চীনের সিনহুয়া, জাপানের কিওদো, মালয়েশিয়ার বার্নামা, দক্ষিণ কোরিয়ার এশিয়ানেট ও ইয়োনহাপ, রাশিয়ার সংস্থা আইটিএআর-তাস, মরক্কোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এমএপি), সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াকালাত আনবা’আ আল ইমারাতসহ (ডব্লিউএএম) বিশ্বের ৩৭টি দেশের সাথে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে ইউএনবি’র।
আরও পড়ুন: বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি সংযোজন প্লান্ট স্থাপনে কাজ করবে থ্রিডিওএম ও কসমস গ্লোবাল
গ্যালারি কসমসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত