হোসেনপুর
হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিছানায় পড়ে থাকা সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭) মোহনা পঞ্চম শ্রেণি এবং বন্যা প্রথম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নৌকাডুবিতে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুলের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়া পাঁচ বছর আগে সৌদি আরবে যান। তাঁর স্ত্রী তাছলিমা দুই মেয়ে মোহনা ও বন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার সহপাঠী বাড়িতে আসে। মোহনাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়।
পরে ভিতরে গিয়ে মা ও দুই মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে। এতে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুঁটে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দুটি বিছানায় মা ও দুই মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ইতোমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে, নমুনা সংগ্রহ করছেন। আমরা পিবিআইকে এখানে সম্পৃক্ত করেছি। যে সমস্ত আলামত রয়েছে তা সংগ্রহে কোনো ধরনের যেন জটিলতা সৃষ্টি না হয় সে জন্য আমরা ঘটনাস্থলকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রেখেছি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে ইউএনও'র গাড়ি ভাঙচুর
১ বছর আগে
কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক মানিক মিয়া হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে রায় ঘোষণার সময় ছয়জন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বনফুলের দুই কর্মী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
নিহত মানিক মিয়া চরআলগী গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, লিঙ্কন, এমদাদুল হক, মাজেদুল হক ও রইসউদ্দিন।
তাদের মধ্যে শফিকুল পলাতক রয়েছেন। তারা সবাই হোসেনপুরের সীমান্তবর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে একই গ্রামের মানিক মিয়াদের জমিসংক্রান্ত বিরোধ ছিল। এসব নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াবিবাদ ও দরবার সালিস হলেও বিরোধ কমছিল না। এর জের ধরে ২০০৫ সালের ২ নভেম্বর রাত ৯টার দিকে কৃষক মানিক কিশোরগঞ্জের হোসেনপুরের হাজিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। আসামিরা তাকে কুপিয়ে মরাত্মকভাবে জখম করে। পরে মুর্মূষু অবস্থায় তাকে গফরগাঁও উপজেলা হাসপতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার দুদিন পর ৪ নভেম্বর নিহতের বড়ভাই আনিছুর রহমান সাতজনের নাম উল্লেখ করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন।
আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। হত্যার ১৮ বছর পর মঙ্গলবার এ রায় ঘোষণা করেন বিচারক।
আরও পড়ুন: নাটোরে হত্যা ও ধর্ষণের পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
১ বছর আগে
কিশোরগঞ্জে দুই ভাইবোনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জের হোসেনপুরে দুই সহোদর ভাইবোনকে হত্যা মামলার তিন আসামিকে জেলার করিমগঞ্জ ও লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, সহোদর ভাই-বোনকে হত্যা মামলার দুই নম্বর আসামি মো. ইমরানকে হোসেনপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিবার লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এছাড়া আরমান মিয়াসহ সংঘর্ষে জড়িত অপর এক শিশু আসামিকে পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৫ জুলাই) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৩৮ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ কমিশনার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার।
উল্লেখ্য, গত ১৩ জুলাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব কুড়িমারা গ্রামে বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় সহোদর ভাই-বোন মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও তার ছোটবোন নাদিরা আক্তারকে (২২) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা মো. শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পুকুর থেকে আ. লীগ নেতা বাদলের লাশ উদ্ধার
কিশোরগঞ্জে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
কিশোরগঞ্জে ঈদের জামাতের সময় নিয়ে সংঘর্ষ, নিহত ১
কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নজরুল ইসলাম। তিনি জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কিশোরগঞ্জে টমটম চাপায় কিশোর নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে বীরকাটিহারি গ্রামে উক্ত দুই গ্রুপ তৈরি হয়।
এদিকে ওই এলাকায় একটি মসজিদ থাকলেও অন্য দল আরেকটি মসজিদ নির্মাণ করে। তবে ঈদের জামাতের জন্য একটি জায়গা থাকায় উভয় দলকেই সেখানে নামাজ পড়তে হবে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে শুক্রবার ওই দুই দলের লোকজন সকাল ৮টা ও ৯টায় দুই জামাতে আলাদাভাবে ঈদের নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
কিশোরগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
১ বছর আগে
হোসেনপুরে নসিমন চাপায় শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে স্যালু ইঞ্জিনচালিত নসিমন চাপায় রাব্বী নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সাড়ে চারটার দিকে হাজিপুর-হোসেনপুর সড়কের পোড়াবাড়িয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু রাব্বী পোড়াবাড়িয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
নিহতের চাচা মোহাম্মদ আলী জানান, রাস্তার পাশে দাঁড়ানো তার ভাতিজাকে স্যালু ইঞ্জিনচালিত একটি নসিমন চাপা দিলে সে গুরুতর আহত হয়।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, অভিভাবকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নিহত
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
২ বছর আগে
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে কুপিয়ে হত্যা
জেলার হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রবিবার এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
৪ বছর আগে