কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নজরুল ইসলাম। তিনি জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কিশোরগঞ্জে টমটম চাপায় কিশোর নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে বীরকাটিহারি গ্রামে উক্ত দুই গ্রুপ তৈরি হয়।
এদিকে ওই এলাকায় একটি মসজিদ থাকলেও অন্য দল আরেকটি মসজিদ নির্মাণ করে। তবে ঈদের জামাতের জন্য একটি জায়গা থাকায় উভয় দলকেই সেখানে নামাজ পড়তে হবে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে শুক্রবার ওই দুই দলের লোকজন সকাল ৮টা ও ৯টায় দুই জামাতে আলাদাভাবে ঈদের নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১