কিশোরগঞ্জের হোসেনপুরে দুই সহোদর ভাইবোনকে হত্যা মামলার তিন আসামিকে জেলার করিমগঞ্জ ও লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, সহোদর ভাই-বোনকে হত্যা মামলার দুই নম্বর আসামি মো. ইমরানকে হোসেনপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিবার লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এছাড়া আরমান মিয়াসহ সংঘর্ষে জড়িত অপর এক শিশু আসামিকে পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৫ জুলাই) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৩৮ ঘন্টা পর মাঝির লাশ উদ্ধার
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ কমিশনার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার।
উল্লেখ্য, গত ১৩ জুলাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব কুড়িমারা গ্রামে বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় সহোদর ভাই-বোন মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও তার ছোটবোন নাদিরা আক্তারকে (২২) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা মো. শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পুকুর থেকে আ. লীগ নেতা বাদলের লাশ উদ্ধার