কে এম খালিদ
সারাদেশে পিঠা উৎসবের মতো উৎসব ছড়িয়ে দিতে হবে: কে এম খালিদ
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্বকারী একটি মৌলিক ও অবিচ্ছেদ্য ধারণা।
বৃহস্পতিবার রাজধানীর বিএসএ প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি (বিএসএ) আয়োজিত ১০ দিনব্যাপী ষোড়শ জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: খুলনা যেন পিঠার নগরী!
তিনি বলেন, জাতীয় পিঠা উৎসব সারাদেশে ছড়িয়ে দেয়া উচিত। এছাড়া আমরা আগামীতে জেলা ও উপজেলা পর্যায়েও এই উৎসব করার পরিকল্পনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএ-এর মহাপরিচালক ও ১৬তম জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ১৪২৯-এর আহ্বায়ক লিয়াকত আলী লাকী।
এছাড়া উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী আমানুল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি এম হামিদ।
এছাড়া ১৬তম জাতীয় পিঠা উৎসবে পঞ্চাশটি স্টলে ২০০ টিরও বেশি পিঠা প্রদর্শনী করছে।
এদিকে ২৮ জানুয়ারি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জাতীয় পিঠা উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: শীতের ছয়টি মজাদার পিঠার রেসিপি
ডিএসসিসিতে প্রথমবারের মতো পিঠা উৎসব
১ বছর আগে
শুরু হলো ইশরাত নিশাত নাট্য পুরস্কার
দ্রোহকন্যা খ্যাত মঞ্চ নাটকের অন্তপ্রাণ ইশরাত নিশাত। ২০২০ সালে তার হঠাৎ চলে যাওয়া নাট্যঙ্গনে বিষাদ বয়ে আনে। তার স্মরণে এবছর থেকে শুরু হলো নাট্য পুরস্কার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইশরাত নিশাত নাট্য পুরস্কার-২০২২ এর জন্য নমিনেশন ঘোষণা করা হয়েছে। থিয়েটারের আটটি শাখায় প্রতিবছর এই পুরস্কার দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই নাট্য পুরস্কার প্রবর্তনে দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও গুণীজনদের নিয়ে একটি জাতীয় কমিটি এবং একটি নিরপেক্ষ বোর্ড গঠিত হয়েছে। যারা পুরস্কারের সামগ্রিক কর্মকাণ্ড বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। জুরি বোর্ড ইতোমধ্যেই ২০২১ ও ২০২২ সালে মঞ্চায়িত নতুন ১৭টি নাটক দেখে মূল্যায়ন সম্পন্ন করেছেন।
আগামী ১৯ জানুয়ারি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সংবাদ সম্মেলনে ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন-২০২২ এর সমন্বয়ক সেলিনা শেলী বলেন, ‘এই পুরস্কারের উদ্দেশ্য দেশের মঞ্চে নতুন নতুন নাটককে অনুপ্রাণিত করা। এই পুরস্কারের প্রতিটি আর্থিক সম্মাননার পরিমাণ সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা।’
আরও পড়ুন: ২৭ বিভাগে ৩৪ জন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
দেশের প্রথিতযশা নাট্যকার মাসুম রেজা বলেন, ‘আমরা যারা থিয়েটার করি, তাদের সমগ্র জীবনের থিয়েটার কর্মের স্বীকৃতি স্বরূপ অনেক ধরনের পদক চালু আছে। কিন্তু প্রতিবছর কাজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে কোনো পুরস্কার নেই। এই পুরস্কার একটা নবদিগন্তের সূচনা। পুরস্কারটা সরকারিভাবেও দেয়া যেতে পারে। এতে দেশের থিয়েটার অঙ্গণ আরও প্রাণবন্ত হবে। নতুন উদ্যোমে কাজ করতে পারবেন তরুণ নাট্যকর্মীরা।’
এই পুরস্কার প্রবর্তন দেশ নাটকের উদ্যোগ হলেও দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সমন্বয়ে ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটি ও জুরি বোর্ড গঠন করা হয়েছে।
বাস্তবায়ন কমিটির চেয়ারপারসন ফেরদৌসী মজুমদার, কো-চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ, সদস্য রামেন্দ মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, ম. হামিদ, মামুনুর রশীদ, সারা যাকের, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুস, তারিক আনাম খান, রোকেয়া রফিক বেবী, কামাল বায়েজীদ, মাসুম রেজা ও কামাল আহমেদ।
অন্যদিকে পুরস্কারের জুরিবোর্ড প্রধান প্রফেসর আবদুস সেলিম, সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ড. কামালউদ্দিন কবির, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটে সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইউসুফ হাসান অর্ক, বটতলা থিয়েটার স্পেসের মোহাম্মদ আলী হায়দার ও শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর ড. আইরিন পারভীন লোপা।
এ বছর শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে নমিনেশন পেয়েছেন পুণ্যাহ নাটকের রচয়িতা বদরুজ্জামান আলমগীর, পারাপার নাটকের রচয়িতা মাসুম রেজা এবং রাইজ এন্ড সাইনের রচয়িতা আবদুস সেলিম।
আরও পড়ুন: টেলিভিশন শিল্পীদের জন্য জাতীয় পুরস্কারের কথা ভাবা হচ্ছে: তথ্যমন্ত্রী
শ্রেষ্ঠ অভিনেতার হিসেবে নমিনেশন পেয়েছেন প্রশান্ত হালদার (রায়মঙ্গল), খালিদ হাসান রুমি (মাংকি ট্রায়াল) ও সুকর্ণ হাসান (রাজদ্রোহী)। শ্রেষ্ঠ অভিনেত্রী-সঙ্গীতা চৌধুরী (পুণ্যাহ), মনামী ইসলাম কনক (পুণ্যাহ) ও কাজী রোকসানা রুমা (রাইজ এন্ড সাইন)।
শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পনা জন্য নমিনেশন পেয়েছেন- শিশির রহমান ও অন্যান্য (মলুয়া), সেলিম মাহবুব (মাধব মালঞ্চি) ও ইউসুফ হাসান অর্ক (পুণ্যাহ)।
শ্রেষ্ঠ আলোক পরিকল্পনার জন্য নমিনেশন পেয়েছেন-অম্লান বিশ্বাস (পুণ্যাহ) ও (রায়মঙ্গল) এবং মোহাম্মদ আলী হায়দার (রাইজ এন্ড সাইন)।
শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে নমিনেশন পেয়েছেন- মুক্তনীল (মাংকি ট্রায়াল), ইউসুফ হাসান অর্ক (পুণ্যাহ) ও ফাহিম মালিক ইভান (পারাপার)।
শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পনাকারীর তালিকায় রয়েছেন- ফজলে রাব্বি সুকর্ণ (সে এক), ইউসুফ হাসান অর্ক (পুণ্যাহ) ও মুজিবুল হক (মলুয়া)।
প্রসঙ্গত, মঞ্চের মানুষ ইশরাত নিশাত বাচিক শিল্পী হিসেবেও দর্শক নন্দিত ছিলেন।
দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাষ্ট্র, কানাডা ও পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে নাট্যপ্রেমীদের আমন্ত্রণেও নিশাত কাজ করেছিলেন। থিয়েটারের নেশায় বুঁদ হয়ে থাকা একটা জীবন ইশরাত নিশাত।
আরও পড়ুন: সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স
১ বছর আগে
নারীদের সাহসী পদক্ষেপ নিতে হবে: কে এম খালিদ
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার জন্য তাদের নিজেদের সাহসী পদক্ষেপ নিতে হবে।
শনিবার 'ভ্রমণকন্যা- ট্রাভেলেটাস অফ বাংলাদেশ এর জেন্ডার ইকুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিইইপি) বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘লিডারশিপ বুট-ক্যাম্প অ্যান্ড পিস কনসার্ট ১.০’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়িত হবে: কে এম খালিদ
বাংলাদেশে প্রথম নারী-কেন্দ্রিক ভ্রমণ সংস্থা হিসেবে ২০১৬ সালের নভেম্বরে ‘ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অফ বাংলাদেশ’এর যাত্রা শুরু হয়।
ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ সাহসী ও উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নেয়ার জন্য এবং নারীরা অনুসরণ করতে পারে এমন দুর্দান্ত উদাহরণ স্থাপনের জন্য ভ্রমণকন্যা দলকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: বছরে ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই
ভ্রমণের গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের রয়েছে ৫০০ এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভ্রমণকন্যাসহ পর্যটকদের এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করার আহ্বান জানাই।
২ বছর আগে
আপাতত বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, অমর একুশে বইমেলা-২০২২ আপাতত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত চলবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তীতে বইমেলার সময় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।
বুধবার সকালে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২২ এর পরিচালনা কমিটির ৩য় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বইমেলা প্রতিদিন দুপুর ২টা হতে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে দর্শনার্থীরা রাত সাড়ে আটটা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবে এবং রাত ৯টায় মেলার আলোক বাতি বন্ধ করে দেয়া হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেলা সকাল ১১টা এবং ২১ ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা হতে শুরু হয়ে রাতে একই সময়ে শেষ হবে।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি
তিনি আরও বলেন, এবার বইমেলায় দৃষ্টিনন্দন শিশু কর্নার স্থাপন করা হবে। তাছাড়া বইমেলায় যাতে কেউ পাইরেটেড বই বিক্রি করতে না পারে, সেজন্য এ সংক্রান্ত একটি টাস্কফোর্স সক্রিয় থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে প্রকাশকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির সচিব (যুগ্ম-সচিব) এ. এইচ. এম. লোকমান, অমর একুশে বইমেলা ২০২২ পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, বইমেলা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ।
আরও পড়ুন: দুই সপ্তাহ পিছিয়ে গেল অমর একুশে বইমেলা
শেষ হলো ঢাকা বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ ১৬ মিলিয়ন মার্কিন ডলার
২ বছর আগে
সস্ত্রীক করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী দু'জনেই মৃদু উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন: ব্রিটেনসহ মিত্র দেশের সহায়তা স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
অসচ্ছল শিল্পীদের প্রদত্ত অনুদানের শতকরা ৫ ভাগ প্রতিবন্ধীদের: সংস্কৃতি প্রতিমন্ত্রী
২ বছর আগে
‘জাতীয় নৃত্য উৎসব’ বৃহস্পতিবার শুরু
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৭৫টি দলের নতুন নৃত্য নিয়ে তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্য উৎসব’ শুরু হতে যাচ্ছে। ২০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন হয়ে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও কিছু সংগঠন একই সময়ে নিজ নিজ জেলায় তাদের প্রযোজনাটি মঞ্চস্থ করবেন।
বৃহস্পতিবার উৎসব উপলক্ষে জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের উপপরিচালক ও অন্যান্য কর্মকর্তা।
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ
সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। এছাড়া অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
৭৫ টি দলে ১০ জন করে নৃত্যশিল্পী কাজ করার সুযোগ পেয়েছে। আবার কোন কোন দলে ২০/৩০ জন নৃত্যশিল্পীও অংশগ্রহণ করেছে। এতে করে ৭৫ জন নৃত্য পরিচালকসহ দেশের প্রায় এক হাজার নৃত্যশিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পৃষ্ঠপোষকতা করতে সক্ষম হয়েছে।
নতুন নৃত্য প্রযোজনা নির্মাণের জন্য ৭৫টি দলের মধ্যে ৫০টি দলকে এক লাখ টাকা এবং ২৫টি দলকে ৮০ হাজার করে মোট ৭০ লাখ টাকা অর্থ সহযোগিতা প্রদান করা হয়েছে। বাংলাদেশে এতো মৌলিক নৃত্য নিয়ে এটিই প্রথম উৎসব।
আরও পড়ুন: দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর
২ বছর আগে
অমর একুশে গ্রন্থমেলা হবে, তবে চূড়ান্ত হয়নি তারিখ
করোনাভাইরাস মহামারি পরিস্থিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ফেব্রুয়ারি-মার্চে অমর একুশে গ্রন্থমেলা ২০২১ অনুষ্ঠিত হবে।
৩ বছর আগে
শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়িত হবে: কে এম খালিদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
৪ বছর আগে
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা আনা হবে: প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে তার মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনয়ন ও বেগবান করা হবে।
৪ বছর আগে