সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে, যার জন্য তাদের নিজেদের সাহসী পদক্ষেপ নিতে হবে।
শনিবার 'ভ্রমণকন্যা- ট্রাভেলেটাস অফ বাংলাদেশ এর জেন্ডার ইকুইটি অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (জিইইপি) বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘লিডারশিপ বুট-ক্যাম্প অ্যান্ড পিস কনসার্ট ১.০’ শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়িত হবে: কে এম খালিদ
বাংলাদেশে প্রথম নারী-কেন্দ্রিক ভ্রমণ সংস্থা হিসেবে ২০১৬ সালের নভেম্বরে ‘ভ্রমণকন্যা-ট্রাভেলেটস অফ বাংলাদেশ’এর যাত্রা শুরু হয়।
ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ সাহসী ও উল্লেখযোগ্য পদক্ষেপগুলো নেয়ার জন্য এবং নারীরা অনুসরণ করতে পারে এমন দুর্দান্ত উদাহরণ স্থাপনের জন্য ভ্রমণকন্যা দলকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: বছরে ৩০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে এফবিসিসিআই
ভ্রমণের গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের রয়েছে ৫০০ এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভ্রমণকন্যাসহ পর্যটকদের এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করার আহ্বান জানাই।