তথ্য মন্ত্রণালয়
আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার
আইন-বিধি মেনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর-সংস্থার কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মঙ্গলবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের অধীন পাঁচ দপ্তর-সংস্থা পরিদর্শনে গিয়ে তিনি এই তাগিদ দেন।
এদিন শুরুতে মাহফুজ আলম তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) যান এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ডিএফপির প্রকাশনার মান বৃদ্ধি, প্রামাণ্যচিত্র নির্মাণ ও ডিএফপির সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ডিএফপির শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার ও ফিল্ম ল্যাব পরিদর্শনকালে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন উপদেষ্টা।
এরপর গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন মাহফুজ আলম এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং অধিদপ্তরের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। দপ্তর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
২৬১ দিন আগে
মাসুদা ভাট্টি ও শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার
সাংবাদিক মাসুদা ভাট্টি ও অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক, নিবন্ধন (সিনিয়র জেলা ও দায়রা জজ) শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন সাংবাদিক মাসুদা ভাট্টি।
চলতি বছরের ২১ মার্চ তথ্য কমিশনার ড. আবদুল মালেক প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন। এরপর তথ্য কমিশনারের পদ শূন্য হয়। আর বর্তমানে এ পদে নিযুক্ত হলেন শহীদুল আলম ঝিনুক।
বিধি অনুযায়ী, তথ্য কমিশনার পদে নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত। তবে এর মধ্যে যেটি আগে হবে সেটিই কার্যকর হবে।
নতুন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক দশম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মহাপরিদর্শক, নিবন্ধন পদ থেকে চলতি বছরের জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান।
এদিকে বিবিসি ও মস্কো টাইমসে সাংবাদিকতা করেছেন মাসুদা ভাট্টি। বেশ কিছুদিন ধরেই দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া রাজনৈতিক বিশ্লেষক ও গ্রন্থকার হিসেবেও পরিচিত তিনি।
৮৩৩ দিন আগে
১২ কোটি ১৫ লাখ টাকা সরকারি অনুদান পেল ১৯ চলচ্চিত্র
২০২১-২২ অর্থবছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এবারের অনুদানের তালিকায় রয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ১০টি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি পাচ্ছে ৬৫ লাখ টাকা। এছাড়া ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সর্বোচ্চ ৭৫ লাখ পেয়েছেন।
অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকা, জয় বাংলার ধ্বনি (মুক্তিযুদ্ধভিত্তিক), একাত্তর-করতলে ছিন্নমাথা (মুক্তিযুদ্ধভিত্তিক), যাপিত জীবন, যুদ্ধ জীবন, বনলতা সেন, অতঃপর রোকেয়া, ১৯৬৯, বঙ্গবন্ধুর রেণু, ডোডোর গল্প, বকুল কথা, আর্জি, এই তো জীবন, আহারে জীবন, অন্তরখোলা, ভাষার জন্য মমতাজ, লাল শাড়ি, বিচারালয়, মায়া, মুক্তির ছোটগল্প।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য শাখায় অনুদান পেয়েছে একটি ভোরের অপেক্ষায় (চলচ্চিত্র), লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান (প্রামাণ্যচিত্র), জল তরঙ্গের গান (প্রামাণ্যচিত্র), অ্যাথলেট সুলতানা কামাল (চলচ্চিত্র), বাকিটা ইতিহাস (চলচ্চিত্র), বামাদেশ (চলচ্চিত্র)।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
পড়ুন: অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
১২৬৭ দিন আগে
করোনা মোকাবিলা: মাঠ প্রশাসনকে কঠোর হওয়ার বার্তা
কোভিড-১৯ সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা হ্রাস পাওয়ায় সরকার মাঠ পর্যায়ের প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করতে বলেছে, যাতে মানুষ মুখে মাস্ক পড়ার মতো সতর্কতাগুলো মেনে চলে।
১৯৪২ দিন আগে
বিএনপি মাঠে নয়, শুধু টিভিতেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সারাদেশের মানুষ দেখছে, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে মাঠে না গিয়ে আইসোলেশনে থেকে টিভিতেই বক্তব্য দেয় বিএনপি।’
১৯৭৭ দিন আগে