মহাপরিদর্শক
বড়দিন ও নববর্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার আহ্বান আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রবিবার (১৭ ডিসেম্বর) বড়দিন ও ৩১ ডিসেম্বর রাত উপলক্ষে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
খ্রিস্টান সম্প্রদায় ২৫ ডিসেম্বর তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করবে এবং সারা দেশের মানুষ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপন করবে।
খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
রবিবার পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বড়দিন ও ৩১ ডিসেম্বর রাত উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জের ডিআইজি এবং জেলা পর্যায়ের পুলিশ সুপার (এসপি) ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।
আইজিপি খ্রিস্টান ধর্মীয় নেতাদের চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক মোতায়েন এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের অনুরোধ জানান।
আরও পড়ুন: নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: আইজিপি
তিনি আরও বলেন, ‘কেউ নাশকতা করার চেষ্টা করলে তাকে ধরবেন। ধরতে না পারলে চিনে রাখুন। তারপর পুলিশ তাদের আটক করবে।’
প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতেও অনুরোধ করেছেন আইজিপি।
আইজিপি ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাইবার মনিটরিং ও টহল বাড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতির সুযোগ নেয় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ প্রধান।
তিনি কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিতে ট্যুরিস্ট পুলিশকে বিশেষ নির্দেশনা দেন।
সভায় ৩১ ডিসেম্বর রাত ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে পটকা ফাটানো ও ফানুস ওড়ানো ইত্যাদি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: জনসেবক হওয়ার লক্ষ্য নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি
খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের মতো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সন্ত্রাসবিরোধী ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, পিএইচকিউ-এর অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে: আইজিপি
১ বছর আগে
আদালত অবমাননা: ব্যাখ্যা জানাতে সুরক্ষা সচিবসহ কারা মহাপরিদর্শককে আপিল বিভাগে তলব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত অবমাননার অভিযোগে করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
ছয় কারা কর্মকর্তার পদোন্নতিসংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ৪ ডিসেম্বর তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
আরও পড়ুন: সুজনের হাফিজ-বদিউলের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন
আদালত অবমাননার অভিযোগে করা আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে করা আলাদা পাঁচটি আবেদন শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত।
জানা যায়, পদোন্নতি নিয়ে ছয় কারা কর্মকর্তার (জেল সুপার) করা পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) উপর গত বছরের ২২ এপ্রিল আপিল বিভাগ রায় দেন। রায়ে ১৯৮৪ সালের অফিসার্স অ্যান্ড স্টাফ (ডিপার্টমেন্ট অব প্রিজন্স) রিক্রুটমেন্ট বিধিমালার আলোকে দ্রুত আবেদনকারীদের (ছয় জেল সুপার, চলতি দায়িত্ব) পদোন্নতির বিষয়টি বিবেচনা করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়।
রায়ের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে পদোন্নতিপ্রত্যাশী মো. নুরুন্নবী ভূঁইয়াসহ পাঁচ কর্মকর্তা গত বছরের ২৭ সেপ্টেম্বর আলাদা পাঁচটি আবেদন করেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইব্রাহীম খলিল। কারা কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী সফিকুল ইসলাম।
আবেদনকারীদের আইনজীবী ইব্রাহীম খলিল বলেন, আদালত অবমাননার আবেদনগুলো গত ৬ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য উঠে। ওই দিন কারা কর্তৃপক্ষের আইনজীবী ছয়জনকে পদোন্নতি দিতে রিভিউয়ের রায় বাস্তবায়নের জন্য দুই সপ্তাহ সময় নেন।
তিনি আরও বলেন, সে অনুযায়ী সোমবার ফের শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসে। শুনানিতে বিভাগীয় পদোন্নতি কমিটির ১৬ নভেম্বরের এক সিদ্ধান্ত তুলে ধরেন কারা কর্তৃপক্ষের আইনজীবী।
ওই সিদ্ধান্তে বলা হয়- ছয় কর্মকর্তাকে ১৯৮৪ সালের নিয়োগবিধির আওতায় এ পর্যায়ে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়ার বিষয়টি বিবেচনার সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায় সত্ত্বেও এ ধরনের সিদ্ধান্ত ঔদ্ধত্বপূর্ণ আচরণ বলে মন্তব্য করেন আপিল বিভাগ।
পরে ছয় কর্মকর্তার পদোন্নতির রায় কেন বাস্তবায়িত হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে ৪ ডিসেম্বর সকাল ৯টায় সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদালত সূত্র জানায়, ছয় কর্মকর্তা ২০০৮ সালে জেল সুপারের চলতি দায়িত্বে ছিলেন। ১৯৮৪ সালের নিয়োগবিধি অনুসারে পূর্ণ নিয়োগ পেতে তথা পদোন্নতির জন্য ২০১৬ সালে প্রশাসনিক মন্ত্রণালয়ে আবেদন করে বিফল হন।
এ নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে তাদের পক্ষে রায় পান। এর বিরুদ্ধে সরকারপক্ষ আপিল ট্রাইব্যুনালে গেলে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল হয়।
এর বিরুদ্ধে তারা আপিল বিভাগে আপিল করেন, যা ২০১৯ সালের ১৫ এপ্রিল খারিজ হয়। আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে ছয় কর্মকর্তা ২০১৯ সালে ছয়টি আবেদন (রিভিউ) করেন। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত বছরের ২২ এপ্রিল ওই রায় দেন।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর কর্মসূচিতে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগের শুনানি ৬ নভেম্বর
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা: শুনানি ১৪ আগস্ট
১ বছর আগে
পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন: পুলিশের মহাপরিদর্শক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার এবং পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি তাদের দায়িত্ব যথাযথভাবে ও আইনানুগভাবে পালনের নির্দেশ দেন এবং মামলাগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করার নির্দেশ দেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা যাতে পালন করা যায়, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। এছাড়া কেউ যেন গুজব না ছড়ায় তা নিশ্চিত করতে হবে।
আইজিপি মাঠ পর্যায়ে সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রেখে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আরও পড়ুন: দেশপ্রেমের চেতনায় দায়িত্ব পালন করুন: ক্যাডেট উপরিদর্শকদের উদ্দেশে আইজিপি
সম্মেলনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর ২০২৩ কোয়ার্টারের সামগ্রিক অপরাধ পরিস্থিতি যেমন, ডাকাতি, খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা তুলে ধরেন।
সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে জানানো হয়, গত জুলাই-সেপ্টেম্বর ২০২২ প্রান্তিকের তুলনায় চলতি বছরের দুই প্রান্তিকে ডাকাতি, খুন ও দাঙ্গার ঘটনা কমেছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।
সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি
১ বছর আগে
নিরাপদে প্রতিমা বিসর্জন নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌপুলিশ প্রধান
নৌপুলিশ সারাদেশে দুর্গাপূজা চলাকালীন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ অক্টোবর) নৌপুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় প্রতিমা বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে বলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা সাঁতার জানেন, প্রতিমা বিসর্জনের জন্য তাদের বেছে নিতে হবে।
তিনি বলেন, ইভটিজিং ঠেকাতে পূজা মণ্ডপে সিসিটিভি বসানো হবে।
নৌ পুলিশের কঠোর পদক্ষেপের কারণে জনগণ এখন নৌপথে ডাকাতদের ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, নৌপুলিশ সব নদীকে নিরাপদ রাখতে সক্ষম হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১
মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা: আটক ৫
১ বছর আগে
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে না।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে।
এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিকেরাও অন্তর্ভুক্ত।
অবৈধ অস্ত্র রাখার বিষয়ে পুলিশ প্রধান বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: চাঞ্চল্যকর মামলার তথ্য উদঘাটন করায় পিবিআই'র ভূয়সী প্রশংসা আইজিপির
তিনি বলেন, ‘আমরা এখনই আমাদের পরিকল্পনা প্রকাশ করতে পারছি না।’
আইজিপি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী সাধারণ নির্বাচনের সময় পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। কারণ নির্বাচনের আগে পুলিশ অবৈধ অস্ত্র আটকের কিছু পরিকল্পনা নিয়েছে।’
নির্বাচনের সময় তাদের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) এবং নির্বাচনের সময় ইসি যে দায়িত্ব দেবে পুলিশ পালন করবে।
রাজধানীর তেজগাঁও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাদের (জনগণকে) আশ্বস্ত করতে চাই, কাউকে রেহাই দেওয়া হবে না। সে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হোক না কেন। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
১ বছর আগে
ঈদযাত্রা নিরাপদ করুন: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সোমবার বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
তিনি বলেন, মহাসড়কে নসিমন, ভটভটির মতো যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ঈদ-উল-ফিতরকে সামনে রেখে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইজিপি এসব কথা বলেন।
বাস ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ছাদে অতিরিক্ত যাত্রী না নেওয়ার জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান আইজিপি।
পরিবহন মালিক-শ্রমিক নেতারা আইজিপিকে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
সবাই একযোগে কাজ করলে ঈদযাত্রা মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।
পরে আইজিপি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।
সভায় তিনি পুলিশ সদস্যদের ঈদের ছুটিতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় পেশাগতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্প্রতি বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে পুলিশ কর্মকর্তাদের বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন আইজিপি।
তিনি কর্মকর্তাদের বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’
তিনি বলেন, ট্রেডিং হাউস, শপিংমল ও মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।
ঈদ উদযাপনে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাওয়া মানুষদের বাড়িতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
সারাদেশে ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেন আইজিপি।
আরও পড়ুন: পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে পুলিশ কর্মকর্তাদের সক্রিয় হওয়ার আহ্বান আইজিপির
১ বছর আগে
প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা তদন্ত করে দেখছে কোনো নাশকতা আছে কি না।
শনিবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত হতদরিদ্রদের মধ্যে ইফতার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগের প্রশংসা করে আইজিপি অগ্নিকাণ্ডের কারণে চাকরি হারানো বেকার শ্রমিকদের প্রতি সাহায্যের হাত বাড়াতে সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
আরও পড়ুন: পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা হুমকি নেই: আইজিপি
আইন মেনেই পুলিশ বিএনপির ৫৩ সদস্যকে গ্রেপ্তার করেছে: আইজিপি
১ বছর আগে
বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন ৩০ সেপ্টেম্বর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর বয়সে বেনজীর আহমেদ অবসরে যাবেন।
আরও পড়ুন: নতুন আইজিপি বেনজীরকে র্যাঙ্ক ব্যাজ প্রদান
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) থাকবেন তিনি।
এতে আরও বলা হয়, তিনি সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ এবং অবসর-পরবর্তী ছুটির সুবিধা পাবেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ২০২০ সালের ৮ এপ্রিল বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক পদে নিযুক্ত হন।
আরও পড়ুন: নতুন আইজিপি বেনজীর
করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করুন: বেনজীর
২ বছর আগে
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেন্ডার রোডম্যাপ অনুমোদন
কর্মক্ষেত্রে জেন্ডার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে ‘জেন্ডার রোডম্যাপ’-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।
৪ বছর আগে