নৌপুলিশ সারাদেশে দুর্গাপূজা চলাকালীন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম।
মঙ্গলবার (১৭ অক্টোবর) নৌপুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় প্রতিমা বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে বলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা সাঁতার জানেন, প্রতিমা বিসর্জনের জন্য তাদের বেছে নিতে হবে।
তিনি বলেন, ইভটিজিং ঠেকাতে পূজা মণ্ডপে সিসিটিভি বসানো হবে।
নৌ পুলিশের কঠোর পদক্ষেপের কারণে জনগণ এখন নৌপথে ডাকাতদের ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, নৌপুলিশ সব নদীকে নিরাপদ রাখতে সক্ষম হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, আটক ২: নৌপুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা: লক্ষ্মীপুরে জেলে-নৌপুলিশ সংঘর্ষে নিহত ১