রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ আরিফ সাদেক ইউএনবিকে বলেন, তদন্তের সময় সাবেক ডিজি আবুল কালাম আজাদকে এই মামলায় জড়ানো হয়েছে। মামলায় প্রাথমিকভাবে আজাদের নাম না থাকলেও তদন্তের পর অভিযোগপত্রে তাঁর নাম যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
চুক্তি স্বাক্ষরের পর অনিয়মের মাধ্যমে তিন কোটি তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ একটি মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
আরও পড়ুন: দুদককে সড়ক মন্ত্রণালয়েও তদন্তের আহ্বান কাদেরের
মামলার অন্য পাঁচ আসামি হলেন, রিজেন্ট চেয়ারম্যান শাহেদ,সাবেক ডিজিএইচএস পরিচালক আমিনুল হাসান,উপ-পরিচালক ইউনুস আলী,সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম।