জেলা শহরের পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮), কাটনারপাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০) এবং ফুলবাড়ির সরকারপাড়া এলাকার আব্দুল জলিল (৬৫) ও মধ্যপাড়ার পলাশ (৩৫)।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
স্থানীয়রা জানান, শহরের তিন মাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার রাতে। সে উপলক্ষে অনুষ্ঠানে আগত লোকজন পার্শ্ববর্তী শাহীনের হোমিও দোকানে মদ্যপান (রেকটিফাইড স্পিরিট- আরএস) করেন। পরে বাড়ি ফিরে সুমন, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন।
ভোর রাতের দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আর রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।
আরও পড়ুন:খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শহরের কালিতলা এলাকায় রাতে অ্যালকাহোল জাতীয় মদ পান করেন সাজু, মোজাহার ও জলিল। রাতে তিনজনই অসুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে মারা যান।
বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, ‘তিনজনই কালিতলা মন্দিরের পেছনে অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতে মারা যান।’
আরও পড়ুন:বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবীর বলেন, ‘মৃত প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তাদের পরিবার থেকে বিষাক্ত মদ্যপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।’
অন্যদিকে, পলাশ সোমবার বেলা ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার আব্দুল জলিলের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিষাক্ত মদ পানে ব্যবসায়ীর মৃত্যু, সংকটাপন্ন অবস্থায় যুবলীগ নেতা
এ ঘটনায় পলাশের ছোট ভাই পায়েল (৩০) ও একই এলাকার রঞ্জু (৩৪) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, তারা রবিবার রাতে ফুলবাড়ির কলেজ বটতলা এলাকায় মদ পান করে বাড়ি ফেরেন। কিন্তু রাতেই তারা অসুস্থ হয়ে পড়লেও হাসপাতাল না গিয়ে বাড়িতে ছিলেন। সোমবার দুপুরে পুলিশ তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে পলাশ মারা যান।
আরও পড়ুন:পাবনায় মদ পানে বাবা-ছেলের মৃত্যু
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘ফুলবাড়ি এলাকায় পলাশ নামে একজন মারা গেছেন এবং অসুস্থ আরও দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তারা কী কারণে অসুস্থ হয়েছেন তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’