কোরবানি ঈদ
কোরবানির ঈদে প্রত্যেক পশুরহাটে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক বসবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক বসবে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তারা চিকিৎসা সেবা দেবেন।
শুক্রবার (১৬ মে) সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙেগ এক মত বিনিময়সভায় এসব কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, গবাদি পশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসা সেবা থাকা দরকার। গরু-ছাগলের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত মানুষরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশের গরু প্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোরবানি ঈদের ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বাইরের পণ্য ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে, তা বন্ধ করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌপুলিশকে এ বিষয়ে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাণিজ্যিক বিদ্যুৎ বিল নির্ধারণকে দুঃখজনক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কৃষিতে যে হারে বিদ্যুৎ বিল নেওয়া হয়, একই হারে মৎস্য ও প্রাণিসম্পদে নেওয়া হয় না। এতে ছোট ছোট খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিরসনে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এসময় যেসব নারী গবাদি পশু পালন করেন—তাদের জন্য প্রকল্প হাতে নেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
আরও পড়ুন: কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ ড. ইউনূসের
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ ড. মোহাম্মদ আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২ দিন আগে
ভারতের ৩ রাজ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’
এ বছর কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা।’ হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় ঢালিউড তারকার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল।
বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও সিডনিতেও বেশ প্রশংসা কুড়ায় ‘প্রিয়তমা।’ এবার ব্যবসাসফল এই সিনেমা মুক্তি পেল ভারতে।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
খবরটি শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ এর সূত্রে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে।
আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ‘প্রিয়তমা’র গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।
এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী।
আরও পড়ুন: আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
৭৬২ দিন আগে
বিগ বসের দাম ২৫ লাখ!
‘বিগ বস’ ষাড়ের দাম ২৫ লাখ টাকা। কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। যশোরের মনিরামপুরে এবার কোরবানির ঈদকে সামনে রেখে ইসহাক আলী তার আদরের ষাড় বিগ বসের এই দাম হেঁকেছেন।
জেলার মনিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের ইসহাক নিজ সন্তানের মতো পরম আদর-যত্নে বড় করে তুলেছেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড়কে। বিশাল আকৃতি নিয়ে জন্মানোয় আদর করে এর নাম দিয়েছেন বিগ বস।
আরও পড়ুন: সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৫২ ডিম দিয়েছে কুমির জুলিয়েট
জানা যায়, বিগ বসের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং লম্বা সাড়ে ৮ ফুট। এটির ওজন ৩১ মণ বা ১ হাজার ২৪০ কেজি হবে বলে ইসহাক দাবি করেন।
প্রতিদিন বিগ বসের খাদ্য তালিকায় ৪ কেজি ভুসি, ৪ কেজি খুদে ভাত, প্রায় ১ মণ সবুজ ঘাস এবং ১২ মুঠো বিচালি(খড়) থাকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর ৩ মিলিয়ন ডলার
ইসহাক বলেন, তীব্র গরমের সময় রাতে উঠে বিগ বসকে কখনো ২ বার এবং দিনে আরও ২ বার করে গোসল করানো হয়। গোয়াল ঘর থেকে একজন ষাড়টিকে বের করতে পারে না বলে প্রায়ই সময় সেখানেই ওর নাওয়া-খাওয়াসহ গোসল সবই হয়। কয়েক বছরের মধ্যে গতকাল শনিবারই গোয়াল ঘর থেকে বিগ বসকে বাইরে আনা হয়।
খবর পেয়ে ইসহাকের প্রতিবেশীরা বিগ বসকে দেখতে তার বাড়িতে ভিড় জমায়।
এ সময় উপস্থিত প্রতিবেশীরা অনেকেই বলেন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বিগ বস নামের এই ষাড়টি হাতির চেয়েও বড়।
আরও পড়ুন: ইনকিউবেটরে জন্ম নিল ২৮ অজগরের বাচ্চা
ইসহাকের স্ত্রী সালমা বেগম বলেন, বছর পাঁচেক আগে প্রতিবেশীর কাছ থেকে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী কেনা হয়। এরপর ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করে। বাছুরটির আকৃতি বড় হওয়ায় ওই সময় এর নাম রাখা হয় বিগ বস। শুরু থেকেই স্বামী ইসহাকের সাথে তিনিও বিগ বসের লালন-পালনে সহযোগিতা করেন। আসন্ন কোরবানি ঈদে এটি বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন তারা।
তিনি ইউএনবিকে আরও বলেন, ষাড়টির দাম চাচ্ছি ২৫ লাখ টাকা। তবে ক্রেতা দামাদামি করে নিতে পরবেন। গাভির ডাকা (বাচ্চা নেয়া) থেকে এ পর্যন্ত ওষুধ, চিকিৎসা সব কিছু দেখভাল করেন স্থানীয় পল্লী পশু চিকিৎসক ডা. আল-মাহমুদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের কেউ এখন পর্যন্ত ষাড়টির ব্যাপারে কোন খোঁজ নেয়নি বলেও জানান এই দম্পতি।
পল্লী চিকিৎসক ডা. আল মাহমুদ বলেন, জন্মানোর পর থেকে এটি বড় আকৃতির হওয়ায় তাদেরকে ষাড়টি লালন-পলন করার জন্য উৎসাহসহ সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।
১৬২১ দিন আগে
দিনে দিনে করোনা আক্রান্তের হার কমছে: স্বাস্থ্যমন্ত্রী
দিনে দিনে আক্রান্ত হারও কমে যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। এই কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলিয়ে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের হাতে রয়েছে।’
১৯৪৯ দিন আগে
ঈদে সারাদেশে গণপরিবহন চলবে: কাদের
আসন্ন কোরবানি ঈদে সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৯৬৭ দিন আগে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্য গাছ লাগাতে হবে: মন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন শনিবার বলেছেন, কোভিড-১৯ এর কারণে বিশ্ব চরম বিপর্যয়কাল অতিক্রম করলেও নিজেদের সুন্দরভাবে বেঁচে থাকার স্বার্থেই অধিক পরিমাণে গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে।
১৯৭২ দিন আগে
যশোরে ৬৮ হাজার পশু প্রস্তুত, বিক্রি নিয়ে চিন্তিত খামারিরা
প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদ সামনে রেখে পশু মোটাতাজা করেছেন যশোরের ১০ হাজারের বেশি খামারি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ না কমায় দুশ্চিন্তা বাড়ছে খামারিদের।
১৯৭৪ দিন আগে