সিউল
সিউলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এরপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও জাতির পিতাসহ তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির শান্তি, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩ পেলেন ৪ নারী ও জাতীয় নারী ফুটবল দল
রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি তার বক্তব্যে বঙ্গমাতার জীবন ও কর্ম এবং দেশ ও জাতিগঠনে তার অসমান্য অবদানের নানা দিক তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের গৌরবময় জীবন ও কর্ম বাংলাদেশের জনগণের জন্য বিশেষত বাঙ্গালি নারীদের নিকট অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা পর্বে আলোচকরা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।
আরও পড়ুন: বঙ্গমাতার ত্যাগ ও অকুণ্ঠ সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু সৌভাগ্যবান যে তিনি বঙ্গমাতাকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছিলেন: প্রধানমন্ত্রী
১ বছর আগে
বিদ্যমান সম্পর্কের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা-সিউল উচ্চ পর্যায়ের সফর প্রয়োজন: শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন।
দুই দেশের মধ্যে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আনন্দ প্রকাশ করেন প্রতিমন্ত্রী আলম।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লি জাং-কেউন বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী বৈঠক করেন।
তারা বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষ শ্রম, কানেক্টিভিটি, ইন্দো প্যাসিফিক, উচ্চ পর্যায়ের সফর, জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত লি বাংলাদেশে তার মেয়াদে অর্জিত চারটি বড় মাইলফলক তুলে ধরেন।
আরও পড়ুন: মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান: দ. কোরিয়ার রাষ্ট্রদূত
এগুলো হলো- দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি (১ দশমিক ৫ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার), ওডিএ (৭০০ মিলিয়ন থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার), ইপিএস কর্মী (প্রতিবছর ১৫০০ থেকে ১০ হাজার পর্যন্ত) এবং এফডিআই (২০২২ সালে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার)।
তিনি চলমান ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট এবং বাংলাদেশে দুটি কোরিয়ান জায়ান্ট কোম্পানি- হুন্দাই এবং স্যামসাং-এর অ্যাসেম্বলিং প্ল্যান্টের উদ্বোধনের জন্য সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং তার ভবিষ্যত দায়িত্বের জন্য তার সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে দ. কোরিয়ার ‘আরও উদ্যোগ’ চায় বাংলাদেশ
সিউলে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথ পিপিপি প্লাটফর্ম মিটিং অনুষ্ঠিত
১ বছর আগে
সিউলে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে ‘মহান বিজয় দিবস-২০২২’ উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে চ্যান্সারি ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
দিবসের শুরুতে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিকালে মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: মহান বিজয় দিবস পালিত
১ বছর আগে
সিউলে ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপিত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপিত হয়েছে। সিউলের স্থানীয় সময় শুক্রবার সিউলের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কোরিয়া প্রজাতন্ত্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।
আরও পড়ুন: বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঢাকা-সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির সুযোগ বাড়িয়েছে: রাষ্ট্রদূত
এরপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তারা।
বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্য তুলে ধরেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: সিউলে হ্যালোইন উৎসবে প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক
সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ১৫১
২ বছর আগে
সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ১৫১
দক্ষিণ কোরিয়ার রাজধানীতে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন নিহত হয়েছেন। আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটিকে দেশটির এ বছরের সবচেয়ে খারাপ বিপর্যয় হিসেবে উল্লেখ কড়া হয়েছে।
রাজধানী সিউলে উৎসব উদযাপনকারীদের বেশিরভাগ তরুণ-তরুণী। যারা এক সরু গলিতে ভিড়ের মধ্যে আটকা পড়ে এবং পদদলিত হয়।
জরুরি কর্মী ও পথচারীরা শনিবার রাতে রাজধানীর নাইটলাইফ জেলার ইটাওয়ানে পদদলিত হওয়ার পরে সড়কে পড়ে থাকা মানুষদের মরিয়া হয়ে সিপিআর (হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্র চালু রাখার প্রাথমিক চিকিৎসা) দিয়েছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: পদদলিত হয়ে নিহত বেড়ে ১৭৪
সিউলের ইয়ংসান দমকল বিভাগের প্রধান চোই সিওং-বিওম অনুসারে, নিহত বা আহতদের বেশিরভাগই তরুণ, যাদের বয়স ২০ বছরের কাছাকাছি। তিনি বলেন, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশী, যাদের জাতীয়তা তাৎক্ষনিকভাবে প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মহামারিতে সমাবেশে কঠোর নিয়ম জারি করার পর এই প্রথম আনুমানিক এক লাখ মানুষ দেশের সবচেয়ে বড় হ্যালোইন উৎসবে খোলা আকাশের নিচে ইতায়্যুনে জড়ো হয়। দক্ষিণ কোরিয়ার সরকার সাম্প্রতিক মাসগুলোতে কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করেছে এবং এটিই ছিল তরুণদের জন্য ঘরের বাইরে উৎসব উদযাপনের প্রথম বড় সুযোগ।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৩
২ বছর আগে
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঢাকা-সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির সুযোগ বাড়িয়েছে: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কেউন বলেছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঘনিষ্ঠ সহযোগিতা তৈরিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জন্য চ্যালেঞ্জের চেয়ে বেশি সুযোগ তৈরি করছে।
তিনি বলেন, ‘কোম্পানিগুলো ভূ-রাজনৈতিক সংঘর্ষের ঝুঁকি এবং তাদের বিনিয়োগ ও অংশীদারদের মধ্যে বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রমশ কোরিয়ান কোম্পানিগুলোর জন্য আকর্ষণীয় অংশীদার হয়ে উঠছে।’
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি কমাতে বা এড়ানোর জন্য কোরিয়া বাংলাদেশের জন্য আরও বেশি আকর্ষণীয় অংশীদার হয়ে উঠছে।
রাষ্ট্রদূত লি আরও বলেন, বিশ্বব্যাপী বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি শুধুমাত্র আন্তর্জাতিকভাবে নয়, আঞ্চলিক ও দ্বিপক্ষীয়ভাবেও সকলের জন্য মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
আরও পড়ুন: উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা-সিউল
তিনি বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিপর্যয়ের ফলে কোরিয়া ও বাংলাদেশসহ অনেক দেশই সমস্যায় পড়েছে।
তিনি বলেন, আজকের এই নজিরবিহীন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আমাদের সকলকে আগের চেয়ে আরও বেশি পারস্পরিক সহযোগিতা করতে হবে।
কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডি সেন্টার যৌথভাবে ফরেন সার্ভিস একাডেমিতে ‘কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর: প্রবণতা ও দিকনির্দেশনা’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে।
সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন প্রধান অতিথির বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।
আরও পড়ুন: বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত হাস
সর্বত্র শান্তি ও স্থিতিশীলতা চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
২ বছর আগে
সিউলের নিখোঁজ মেয়রের লাশ উদ্ধার
দক্ষিণ কোরিয়ার উত্তর সিউলের বুগাকসান পর্বত থেকে শুক্রবার মধ্যরাতের দিকে দেশটির রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুন’র লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে