কৃষ্ণাঙ্গ
দ্বিতীয়বার গ্র্যামি জিতলেন জ্যাজমিন সুলিভান
দ্বিতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় আমেরিকান সংগীতশিল্পী জ্যাজমিন সুলিভান। রবিবার গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘হিউক্স টেলস’-এর জন্য সেরা আরএন্ডবি অ্যালবাম জিতে নেন সুলিভান।
৩৪ বছর বয়সী সুলিভান পুরস্কার নিতে গিয়ে বলেন,‘আমি মনে করি এই দশকে নেয়া কিছু সিদ্ধান্ত নিয়ে আমার নিজের লজ্জার মুখোমুখি হতে এই অ্যালবামটি লিখেছি।এটি ছিল কৃষ্ণাঙ্গ নারীদের গল্প বলার একটি নিরাপদ স্থান।’
এর আগের রবিবার সুলিভান ‘পিক আপ ইওর ফিলিংস’এ সেরা পারফরম্যান্সের জন্য তার প্রথম গ্র্যামি জিতে নেন।
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গ্র্যামি অ্যাওয়ার্ডে রবিবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে সমর্থন চেয়েছেন।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি
১০৮৫ দিন আগে
নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র এরিক এডামস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এরিক এডামস। মঙ্গলবার সাবেক এই পুলিশ কর্মকর্তা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে মেয়র নির্বাচিত হন। এর আগে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ডেভিড ডিংকিন প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন।
৬১ বছর বয়সী এরিক এডামস রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়াকে পরাজিত করেন।
মঙ্গলবার রাতে তাঁর নিজ শহর ব্রকলিনের এক হোটলে বিজয় উদযাপন উপলক্ষে এক পার্টিতে এরিক এডামস বলেন, ‘আজকে রাতে নিউইয়র্ক আপনাদের মাঝ থেকে একজনকে নির্বাচিত করেছে। আমিই আপনি। বছরের পর বছর প্রার্থনা, প্রত্যাশা, লড়াই ও পরিশ্রমের পর আমরা সিটি হলে নেতৃত্ব দিচ্ছি।’
করোনা মহামারিতে নিউইয়র্ক সিটির ৩৪ হাজার ৫০০ মানুষ মারা যান। অর্থনীতি এখনও করোনা সম্পর্কিত ঝুঁকির মধ্যে। পর্যটন খাতও ঘুরে দাঁড়াতে পারেনি। প্রশাসনিক ভবন অংশত খালি। কর্মকর্তারা হোমঅফিস করছেন। এক বছর দূরশিক্ষণের পর বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। এসব চ্যালেঞ্জের মধ্যে ১ জানুয়ারি এডামস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: আবারো কৃষ্ণাঙ্গ হত্যা: মিনেসোটা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজেদের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র নৌবাহিনী
১২৩৭ দিন আগে
স্পাইক লি: কান উৎসবের এক অন্যন্য যাত্রার শুরু
প্রায় দু’বছর পর পর্দা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪ তম আসরের। এবারের উৎসবের পর্দা উঠেছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেট’ সিনেমার প্রিমিয়ারের-শো এর মাধ্যমে।
আরও পড়ুনঃ চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
মঙ্গলবার লাল গালিচায় যাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিচারকেরা।
এবারের আয়োজনে মোট ২৪ জন বিচারকের নেতৃত্ব দেওয়ায় জন্য মার্কিন পরিচালক স্পাইক লি একদিন আগেই উৎসবস্থলে পৌঁছান।
আরও পড়ুনঃ রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
স্পাইক লি প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কানের আসরে বিচারকদের নেতৃত্ব দিচ্ছেন। কান কর্তৃপক্ষ এবার বিশ্বের বর্ণ-বৈষম্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যোগ্যতার প্রাধান্য এবং মূল্যায়ন করার নজির তৈরি করলো।
'ডু দ্যা রাইট থিংকস' সিনেমার চরিত্রের উদ্ধৃতি দিয়ে গুণী এই পরিচালক বলেন, কৃষ্ণাঙ্গ জনগণ পশুর মতো আচরণের শিকার হওয়া বন্ধ করবে।
আরও পড়ুনঃ বলিউড জুটি আমির কিরণের বিচ্ছেদ
উল্লেখ্য, প্রথমবারের মতো এই আসরের মূল আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশের আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি। কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ জায়গা করে নিয়েছে এই সিনেমাটি।
১৩৫৬ দিন আগে
ফ্লয়েড হত্যায় সাবেক পুলিশ কর্মকর্তার ২২ বছরের সাজা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরের সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গত বছরের মে মাসে এই চৌভিনের হাটুর নিচেই শ্বাসরোধে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের।
শুক্রবার (২৫ জুন) ৪৫ বছর বয়সী চৌভিনকে কারাদণ্ডাদেশ দেয় আদালত। তার ৩০ বছররের শাস্তি চাওয়া হলেও, আদলাত সাড়ে ২২ বছরের সাজা ঘোষণা করে। ফলে ভাল ব্যবহারের মাধ্যমে চৌভিন ১৫ বছর বা মোট সাজার দুই/তৃতীয়াংশ ভোগ করার পর ই মুক্তি পেতে পারেন।
আরও পড়ুন: আবারো কৃষ্ণাঙ্গ হত্যা: মিনেসোটা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
এসময় ফ্লয়েডের পরিবারের উদ্দেশে চৌভিন বলেন, ‘আমি আপনাদের প্রতি শোক জানাচ্ছি। ভবিষ্যতে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে। আমি আশা করি, এতে আপনারা মানসিকভাবে শান্তি পাবেন।’
তবে জর্জ ফ্লয়েডেরে পরিবার ভারাক্রান্তভাবে আদালতে চৌভিনের সর্বোচ্চ শাস্তির দাবি করে। জর্জ ফ্লয়েডের ভাই টেরেন্স ফ্লয়েড বলেন, ‘আমরা আর সান্তনা চাই না, ইতোমধ্যেই অনেক সান্তনা পেয়েছি।’
আরও পড়ুন: নিজেদের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র নৌবাহিনী
গত বছরের ২৫ মে মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তিকে জাল নোট রাখার অভিযোগে হাটু দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। বর্ণবিদ্বেষ থেকেই ফ্লয়েডকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে দাবি করে বিক্ষোভ ছড়িয়ে পরে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে।
১৩৬৭ দিন আগে
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্মতা জানাল টাইগাররা
হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
১৫২৪ দিন আগে
কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করায় উত্তাল যুক্তরাষ্ট্র, নিহত ২
কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্ল্যাককে গুলি করার ঘটনায় টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেনোসা শহরে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
১৬৭১ দিন আগে
ব্ল্যাক লাইভস ম্যাটার: সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বৈশ্বিক মুভমেন্ট
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষের দেয়া একটি শ্লোগান যা হ্যাশট্যাগ ব্যবহার করে কৃষ্ণাঙ্গদের প্রতি একটি নৈতিক সমর্থন তৈরি করে।
১৭১৭ দিন আগে