বুধবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।
গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন-প্রতিবাদ শুরু হয়,সেটাই ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নামে পরিচিত।
আরও পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে দারুণ সোচ্চার ক্যারিবিয়ানরা।বাংলাদেশের আগে ইংল্যান্ড,নিউজিল্যান্ড এই আন্দোলনে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে
এদিকে, প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
তার আগে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল খান টস নামক ভাগ্য পরীক্ষায় জয় লাভ করেন।
আরও পড়ুন:
আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ জার্সি পরবে টাইগাররা
সম্মিলিত সিদ্ধান্তে দলের বাইরে মাশরাফি: প্রধান নির্বাচক
দীর্ঘদিন পর আইসিসির নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া আজকের ম্যাচে অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। এর আগে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি২০তে অভিষেক হয় তার।
ওয়ানডে সিরিজের পরের ম্যাচটি ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে। এছাড়া চূড়ান্ত ও তৃতীয় ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসাবে তামিম ইকবালের হবে এটি প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও তামিম সেই অভিজ্ঞতা ভুলে যেতে চাইবেন, কারণ লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছিল। গত কয়েক বছর ধরে তামিম ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন: টাইগারদের মোকাবিলায় স্পিনে জোর দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
‘দুর্বল’ ক্যারিবীয়দের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ
ক্রিকেটে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড তৈরিতে নজর তামিমের
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বোনার, জেসন মোহাম্মদ, রভমন পাওয়েল, কাইল মায়ার্স, আকিল হোসেন, রেমন রেইফার, আলজারি জোসেফ ও কেমার হোল্ডার।