তুরস্কের কর্তৃপক্ষ রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে তুরস্কের ২৫০ কিলোমিটার দূরবর্তী দক্ষিণাঞ্চলে।
ডেরিকের পশ্চিমের প্রদেশ মার্ডিনে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে সহযোগিতা করার জন্য জড়ো হওয়া উদ্ধারকারী দলকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। প্রথম দুর্ঘটনাটি ঘটে মহসড়কের গাজিয়ান্তেপ ও নিজিপি’র মাঝামাঝি জায়গায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সোয়াইলু বলেন, দ্বিতীয় দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে তিনজন দমকল কর্মী, দুইজন স্বাস্থ্যসহকারী এবং দুইজন সাংবাদিক রয়েছে। আর বাকি আটজন বাসযাত্রী।
আরও পড়ুন: ইবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১০০টি স্কলারশিপ দিবে তুরস্ক
সংবাদ সংস্থা দ্যা ইলহাস জানায়, প্রথম দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে তাদের প্রাইভেটকার সড়ক থেকে নিচে পড়ে দুইজন সাংবাদিক নিহত হয়েছেন।
টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে, মহাসড়কে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্সের সামনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গজনির গভর্নর দাভুত গুল বলেন, দ্বিতীয় দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে আরেকটি দুর্ঘটনা ঘটে। ডেরিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি গ্যাস স্টেশনের কাছে অপর দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
ওইদিন বিকালেই ব্রেক ফেল করে একটি ট্রাক প্রথম দুর্ঘটনাটির দৃশ্য দেখতে জমায়েত হওয়া মানুষের ওপর উঠে যায়।
এ বিষয়ে সোয়াইলু বলেন, এই দুর্ঘটনায় ২০ জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৬ জন। এরমধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। দুইজন চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান।
তুরস্কের সড়ক নিরাপত্তার রেকর্ড খুব দুর্বল। সরকারি তথ্যমতে, গতবছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ৩৬২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সাথে সিলেটের মিল রয়েছে: রাষ্ট্রদূত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক