নৌপরিবহন
ভবিষ্যতে যারা আসবেন, অতীত থেকে শিক্ষা নেবেন: উপদেষ্টা সাখাওয়াত
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথে কোনো অরাজকতা চলবে না। আগে স্বৈরাচারী সরকার যা খুশি তা করেছে। সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন, আসা করি অতীত থেকে তারা শিক্ষা নেবেন, কী করলে কী হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আশা করি, আগামীতে যারা সরকারে আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন, তাহলে আগামীতে কি হয় বলতে পারব না। তবে আমরা যতদিন আছি, অরাজকতা চলবে না।’
তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টিতে মানুষ যাতে নিরাপদে লঞ্চে উঠতে পারে, সেজন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভোলা জেলার মনপুরাসহ বেশ কয়েকটি স্থানে ঘাট নির্মাণ হচ্ছে। আমি স্থান পরিদর্শনে এসেছি। আমাদের কাজ অতিসত্ত্বর শুরু হবে। এ বছরের মধ্যে কাজটি শেষ হবে বলে আশা করছি।’
এ সময় ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৯০ দিন আগে
আজ হোক বা কাল, রাজনীতিবিদরাই দেশ চালাবে: উপদেষ্টা
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আজ হোক বা কাল রাজনীতিবিদরাই দেশ চালাবেন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, যদি রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না হয়, তাহলে জাতীয় ঐক্যের যে পথ নির্ধারণ করার কথা, সেটা এলোমেলো হয়ে যায়।
আরও পড়ুন: চ্যালেঞ্জিং সময়ে তৈরি পোশাক ক্রেতাদের ভূমিকার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত
সব রাজনৈতিক দল একত্রে বসেছে এটা একটা উদাহরণ। অতীতেও এমন কিছু দেখা যায়নি বলে জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
১৩১ দিন আগে
বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস দূর হয়ে গেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস দূর হয়ে গেছে। এটি দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেকের জন্য এটা মনোকষ্টের কারণ হয়েছে।
শুক্রবার(২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির, ঢাকার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশ যাতে স্বাধীন না হয় সেজন্য অনেকেই বিদেশিদের দিকে তাকিয়ে ছিল, সাম্রাজ্যবাদী শক্তির দিকে তাকিয়ে ছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দিতে অনেকেই সাম্রাজ্যবাদী শক্তির দিকে তাকিয়ে আছে। অন্যদের ইঙ্গিতে, ইশারায় চলছে। দেশকে ওই জায়গায় নেওয়া যাবে না।
আরও পড়ুন:নদী রক্ষায় ডিসিদের জোরালো ভূমিকা প্রয়োজন: নৌ প্রতিমন্ত্রী
তিনি বলেন, চিলমারী নদী বন্দরের উন্নয়ন করা হচ্ছে। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে রেল ও সড়কপথের উন্নয়ন করা হচ্ছে।
সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য উন্মে কুলসুম স্মৃতি, সংগঠনের সিনিয়র সদস্য শামসুল হক দুররানী, সংগঠনের সিনিয়র সদস্য আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, সদস্য মশিউর রহমান, সংগঠনের সাবেক আহ্বায়ক ও নর্থ বেঙ্গল ফোরামের সভাপতি নজমুল হক সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরুল কায়সার ইমন।
আরও পড়ুন: আগামী দিনে নৌবাণিজ্যে মোংলা বন্দর নেতৃত্ব দিবে:নৌ প্রতিমন্ত্রী
৫৬৬ দিন আগে
নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন, ভোগদখল ও পাচারের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার ড. এস এম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুল এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করেছে।
রবিবার (৩০ জুলাই) দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলাটি করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক ইউএনবিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত সাহেলা নাজমুল তার স্বামী ড. এস এম নাজমুল হকের (চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার, নৌপরিবহন অধিদপ্তর) দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ ৬১ হাজার ২৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি স্বেচ্ছায়-স্বজ্ঞানে দুদক কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত ড. এস এম নাজমুল হক (৫২) চাকরিকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে করা আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করতে তার স্ত্রী সাহেলা নাজমুল এর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন। এর মাধ্যমে তিনি দণ্ডবিধির ১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
চাকরিকালীন সময় ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এসব অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণ পায় দুদকের তদন্ত দল।
আরও পড়ুন: দুদকের চার্জশিটে নাম আসায় খুলনার সিভিল সার্জনকে ওএসডি
ইবিতে নিয়োগে অনিয়ম: ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
খুলনায় পুকুর থেকে দুদকের আইনজীবীর লাশ উদ্ধার
৬২৭ দিন আগে
চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি ও গেইটওয়ে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির চালিকাশক্তি ও গেটওয়ে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরের জন্য টাগবোট সংগ্রহ, সার্ভিস জেটি নির্মাণ, নিউমুরিং কন্টেইনার ওভারফ্লো ইয়ার্ড নির্মাণ এবং অন্যান্য স্থাপনা সংযোজন বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের জন্য নতুন মাইলফলক।
রবিবার চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন এবং নব সংগৃহিত টাগবোটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল’ নির্মিত হয়েছে। ‘বে-টার্মিনাল’ এবং ‘মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর’ নির্মিত হচ্ছে। প্রায় ১৪ বছর পর চট্টগ্রাম বন্দরে নতুন একটি সার্ভিস জেটি চালু করা হলো। কর্ণফুলী নদীর তীরে নগরীর আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় ১ নম্বর জেটির উজানে এ জেটি নির্মাণ করা হয়েছে। সার্ভিস জেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৩ কোটি টাকা। জেটিতে ২২০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের পাঁচ মিটার ড্রাফটের (গভীরতা) ১০০ মিটার লম্বা দুটি জাহাজ একসঙ্গে ভিড়তে পারবে। চট্টগ্রামে বন্দরের ১ নম্বর গেইট সংলগ্ন সার্ভিস জেটির উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসেও এ জেটি ব্যবহার করা যাবে। নতুন সার্ভিস জেটি চালু হওয়ায় বন্দরের মালিকানাধীন বিভিন্ন জাহাজের সুরক্ষা ও বন্দরের অপারেশনাল কার্যক্রমে গতি আসবে। বন্দরের উদ্ধারকারী জাহাজ, টাগবোট, জরিপ জাহাজ, আউটার থেকে বিদেশি জাহাজগুলোকে জেটিতে আনার দায়িত্বে থাকা পাইলটদের বোট, ফায়ার ফাইটিং বোট, পানি সরবরাহকারী জাহাজসহ প্রয়োজনীয় সকল জাহাজ সার্ভিস জেটি ব্যবহার করবে।
আরও পড়ুন: দুর্নীতিবাজরা সরকারের সফলতা মেনে নিতে পারছে না: খালিদ মাহমুদ
প্রতিমন্ত্রী সার্ভিস জেটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য নবসংগৃহিত টাগবোট উদ্বোধন করেন। বন্দরে আগত বড় বাণিজ্যক জাহাজসমূহের নিরাপদ বার্থিং/আনবার্থিংয়ে সহায়তা প্রদান টাগবোটের মূল কাজ।
পরে প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নবনির্মিত নিউমুরিং কন্টেইনার ওভারফ্লো ইয়ার্ড, নবনির্মিত সুইমিংপুল কমপ্লেক্স, বাস্কেটবল গ্রাউন্ড এবং টেনিস কোর্ট এর উদ্বোধন করেন।
নিউমুরিং কন্টেইনার ওভারফ্লো ইয়ার্ডটি কন্টেইনার হ্যান্ডলিং এর সুবিধা বৃদ্ধির যুগোপযোগী চাহিদা মিটাবে। ইয়ার্ডটির আয়তন ৯০ হাজার ৫২১ বর্গমিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৭৬ কোটি টাকা। সুইমিংপুল কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। টেনিস কোর্ট ও বাস্কেটবল গ্রাউন্ড নির্মাণে ব্যয় হয়েছে তিন কোটি ৩৩ লাখ টাকা।
আরও পড়ুন: পায়রা বন্দর অর্থনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে: প্রতিমন্ত্রী খালিদ
বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ এখনও মুক্ত হতে পারেনি: খালিদ মাহমুদ
১২০১ দিন আগে
মাস্ক না পরায় বিআইডব্লিউটিসির কর্মচারী সাময়িক বরখাস্ত
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে অনুষ্ঠানে মাস্ক না পরার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মচারী মো. জাকির হোসনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত দাপ্তরিক আদেশ জারি করেছে বিআইডব্লিউটিসি।
এতে বলা হয়েছে, মাস্ক পরিধান না করার কারণে নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথিসহ অন্যান্যদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা সরকারি নির্দেশনা অবজ্ঞার শামিল এবং সরকারি চাকরির নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: করোনা সংক্রমণ এড়াতে কোরবানির সময় যা যা মেনে চলবেন
উল্লেখ্য, গত ১৫ জুলাই নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিমুলিয়া ফেরিঘাটে বিআইডব্লিউটিসির নবনির্মিত দুটি ফেরি 'কদম' ও 'কুঞ্জলতা' উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক লাগালেও 'সময় টিভিতে' প্রচারিত ছবিতে কর্মচারী মো. জাকির হোসেনের মুখে মাস্ক দেখা যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের টিকা দেয়া শুরু
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ড. শামসুল আলম
১৩৬৯ দিন আগে
জাতি হিসেবে মর্যাদার জায়গায় গিয়েছি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শনিবার বলেছেন, জাতি হিসেবে মর্যাদার জায়গায় গিয়েছি।
১৫১০ দিন আগে
নদীর সীমানা চিহ্নিত জায়গা পুনর্দখল করা বেশি অপরাধ: প্রতিমন্ত্রী
নদীর সীমানা চিহ্নিত জায়গা পুনর্দখল করলে আরও বেশি অপরাধ হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
১৭৩৯ দিন আগে