নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আজ হোক বা কাল রাজনীতিবিদরাই দেশ চালাবেন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে এসে এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, যদি রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না হয়, তাহলে জাতীয় ঐক্যের যে পথ নির্ধারণ করার কথা, সেটা এলোমেলো হয়ে যায়।
আরও পড়ুন: চ্যালেঞ্জিং সময়ে তৈরি পোশাক ক্রেতাদের ভূমিকার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত
সব রাজনৈতিক দল একত্রে বসেছে এটা একটা উদাহরণ। অতীতেও এমন কিছু দেখা যায়নি বলে জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।