সরকারি দল
অবৈধভাবে চলছে ৬০ ভাগ ইটভাটা: মন্ত্রী
দেশের প্রায় ৬০ শতাংশ ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে।
মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে (জুন ২০২২) মোট ইটভাটার সংখ্যা সাত হাজার ৮৮১টি। এর মধ্যে তিন হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চলছে চার হাজার ৬৩৩টি ইটভাটা।
আরও পড়ুন: কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
তিনি বলেন, ৪১ দশমিক দুই শতাংশ ইটভাটা বৈধ এবং ৫৮ দশমিক আট শতাংশ অবৈধ।
শাহাব উদ্দিন বলেন, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় এক হাজার ৭৭২টি অভিযান চালিয়ে ৩৩৭টি ইটভাটা থেকে ৭৭ দশমিক ৬২ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ৯০৭টি ইটভাটা বন্ধ এবং ৮০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের শহরগুলোতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টন কঠিন বর্জ্য তৈরি হয়।
২০২৫ সালে দৈনিক বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৪৭ হাজার টনে।
মন্ত্রী বলেন, কঠিন বর্জ্যের প্রায় ১০ শতাংশই প্লাস্টিক।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ডিসিদের ব্যবস্থা নেয়ার আহ্বান
১ বছর আগে
শাল্লার হামলায় সরকারি দলের লোক জড়িত: ডা. জাফরুল্লাহ
শাল্লার হামলায় ঘটনার সাথে সরকারি দলের লোক জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘শাল্লার মসজিদে গুজব ছড়িয়ে হিন্দু গ্রামে হামলা করা হয়েছে। মসজিদের মাইকে ইসলাম প্রচার কিংবা আযান দেয়া ছাড়া ইসলাম সমর্থন করে না। ধর্মীয় উস্কানিতে অনেকে হেফাজতের কথা বলছেন কিন্তু কথা বলে আমরা জানতে পেরেছি সরকারি দলের ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক এই হামলার সাথে জড়িত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জঘন্য এ হামলার ঘটনার আগামী সাত দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে।’
আরও পড়ুন: শাল্লার ঘটনায় ৫ দিনের রিমান্ডে স্বাধীন
মঙ্গলবার শাল্লায় নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, দেশ এখন নিরাপদে নেই। আমরা রামু দেখেছি, নাসিরনগর দেখেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভয়াবহ হামলায় খুবই লজ্জাজনক।
স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, ‘সরকারের পুলিশ প্রশাসন এখানের মানুষেরদের রক্ষা করতে পারেনি, প্রশাসন এখানে ব্যর্থ হয়েছে। এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিল তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।’
আরও পড়ুন: শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর সহায়তা
শাল্লার ঘটনার সাথে জড়িতদের ছাড় নয়: র্যাব ডিজি
ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাল্লার ঘটনায় ২ মামলা, আটক ২২
৩ বছর আগে
বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন মঙ্গলবার
বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
৪ বছর আগে