সোমবার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যবিধি মেনে ভোটারদেরকে ভোট প্রদান এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছে কমিশন।
বগুড়া-১ আসনে উপনির্বাচনে ৬ জন এবং যশোর-৬ উপনির্বাচনে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করছেন। উভয় আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া-১ আসনের উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৩টি। অপরদিকে, যশোর-৬ আসনে মোট ভোটার দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন এবং মোট ভোট কেন্দ্র ৭৯টি।
সরকারি দলের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন এবং একই দলের আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য হয়ে যায়। এ আসন দুটিতে গত ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরে করোনা মহামারি ছড়িয়ে পরার কারণে নির্বাচন কমিশন তা স্থগিত করে। সম্প্রতি এ দুই আসনে উপনির্বাচনে ভোট দানের জন্য ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করে কমিশন।