জাল নোট
ব্রাহ্মণবাড়িয়ায় জাল নোট তৈরির সরঞ্জাম ও টাকাসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম ও জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্য মানের জাল টাকা, জাল নোট তৈরির সরঞ্জামাদি (স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মাল্টি ফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেন ইত্যাদি) জব্দ করা হয়।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
এসব মালামালসহ গ্রেপ্তারদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। এই চক্রের সদস্যরা অল্প সময়ে অধিক মুনাফার আশায় আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব গোপন সংবাদে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান পরিচালনা তিনজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
৭ মাস আগে
খুলনায় পৌনে ৩ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ২
নগরীর মোহাম্মদ নগরে ২ লাখ ৭৪ হাজার টাকার জাল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব- ৬।
গ্রেপ্তারেরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার আলী খানের ছেলে আব্দুর রহিম খান (৪৭) এবং বরিশাল জেলার উজিরপুর থানার আনোয়ার হোসেনের ছেলে রানা মজুমদার (৪৮)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লবনচরা থানার মোহাম্মদ নগর এলাকার মেইন রোড সংলগ্ন একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে জাল টাকা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জাল টাকা, তিনটি মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালসহ আসামিদের লবনচরা থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ছিনতাইকারীর হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ১
কলেজছাত্র হৃদয় হত্যা: আরও ২ আদিবাসী যুবক গ্রেপ্তার
১ বছর আগে
গরুর হাটে জাল নোট শনাক্তে ব্যাংকগুলোকে বুথ বসাতে বলেছে বাংলাদেশ ব্যাংক
বিপুল নগদ লেনদেনের মধ্যে জাল বা জাল নোট শনাক্ত করতে ঈদুল আজহার আগে গরুর হাটে বুথ স্থাপনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক নীতি অনুমোদন করবে ১৪ জুন
বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে বলেছে যে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট ব্যাংকের সমন্বয়কারী হিসাবে নিবেদিত কর্মকর্তাদের নিয়োগ করতে হবে এবং কর্মকর্তাদের পদবি এবং মোবাইল ফোন নম্বর বাংলাদেশ ব্যাংকে মেইল করতে হবে।
বুথ স্থাপনের জন্য তফসিলি ব্যাংকগুলোকে ঢাকার বাইরে কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, এদিকে, ব্যাংকগুলো সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা অফিস নেই।
সুষ্ঠুভাবে লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো সিটি করপোরেশন, জেলা কার্যালয়, পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
এতে বলা হয়েছে, ব্যাংকগুলো প্রতিটি বুথে নগদ গণনা মেশিন স্থাপন করে নোট গণনা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো জাল নোট পাওয়া গেলে সেগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক শাখাগুলোকে ঈদ পর্যন্ত ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরে বড় পর্দায় ভিডিও প্রচারণা চালানো উচিত।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক ৯% সুদের হার তুলে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে
ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১.৩১ লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক
১ বছর আগে
চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এসময় দুজনকে আটকের দাবি করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০) এবং ভোলা দৌলত খাঁ চর পাড়া এলাকার মো. বেলায়েতের ছেলে রুবেল (৩২)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জাল টাকা পাচার করছে। গোপনে এমন সংবাদে এসআই মাহফুজুর রহমান থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চুনতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বাসে তল্লাশি চালায়। এসময় ওমর আলী ও রুবেল নামে দুই ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকার ২০টি বান্ডিলে মোট ২০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, নারী আটক
চট্টগ্রামে হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার: র্যাব
অর্থ আত্মসাতের অভিযোগ: চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ রুপির সমপরিমাণ জাল নোট জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে সাত লাখ ১৫ হাজার ভারতীয় রুপির সমপরিমাণ জাল নোট জব্দ এবং জাল নোট চক্রের এক মুল হোতাকে আটকের দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বজলার রহমান বজু (৫৫) মনাকষা টোকনা এলাকার মৃত জান্নুর রহমানের ছেলে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মনাকষা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাত লাখ ১৫ হাজার ভারতীয় রুপির সমপরিমাণ জাল নোটসহ বজলার রহমান বজুকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, বজু একজন জাল নোট ব্যবসায়ী। সে ওই এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রধানত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের জাল নোট সরবরাহ করে থাকে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় জাল নোট জব্দ, গ্রেপ্তার ১
কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
১ বছর আগে
ফরিদগঞ্জে জাল নোটসহ ২ যুবক আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে সাড়ে ১১ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার বিকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মনির হোসেন খোকনের ছেলে ওমর ফারুক (২২)ও একই উপজেলার কামতা গ্রামের জামাল হোসেনের ছেলে সাগর হোসেন (২৫)।
আরও পড়ুন: জাল নোট আছে বলে গ্রাহকের লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, শুক্রবার বিকালে উপজেলার বালিথুবা বাজারে সানাউল্লার কাঁচা মালের দোকানে ৪০ টাকায় ১ কেজি সিম কিনে ৫০০ টাকার জাল নোট দিয়ে বাকি ৪৬০ টাকা নিয়ে যায়। পরে নান্নুর মুদি দোকানে গিয়ে একইভাবে মুদি মাল নিয়ে জালনোট দেয়। জাল টাকার নোট দেখে দোকানিদের সন্দেহ হয়। পরে তাদের পকেট তল্লাশি করে ১ হাজার টাকার আটটি ও ৫০০ টাকার সাতটি নোটসহ (১১ হাজার ৫’শ) তাদেরকে পুলিশে কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: জাল নোটসহ যুবক আটক, থানায় মামলা
ওসি জানান, আটকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
৩ বছর আগে
জাল নোট আছে বলে গ্রাহকের লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
খুলনায় ইসলামী ব্যাংকের অভ্যন্তরে গ্রাহকের প্রায় এক লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র।
৩ বছর আগে
সিলেটে প্রায় দেড় লাখ টাকার জাল নোটসহ আটক ১
সিলেট, ৩০ সেপ্টেম্বর (ইউএনবি)- শহরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
৫ বছর আগে