নগরীর মোহাম্মদ নগরে ২ লাখ ৭৪ হাজার টাকার জাল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব- ৬।
গ্রেপ্তারেরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার আলী খানের ছেলে আব্দুর রহিম খান (৪৭) এবং বরিশাল জেলার উজিরপুর থানার আনোয়ার হোসেনের ছেলে রানা মজুমদার (৪৮)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লবনচরা থানার মোহাম্মদ নগর এলাকার মেইন রোড সংলগ্ন একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে জাল টাকা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জাল টাকা, তিনটি মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালসহ আসামিদের লবনচরা থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ছিনতাইকারীর হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু, গ্রেপ্তার ১