সন্ত্রাসীদের গুলি
কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে সলিমুল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, বুধবার রাতে উখিয়ার বালুরমাঠ ক্যাম্প-২ ইস্টে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সলিমুল্লাহ প্রথমে আহত হন। সেখান থেকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহত সলিমুল্লাহ ওই ক্যাম্পের ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। তার লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি ওসি।
আরও পড়ুন: সন্ত্রাসীদের ‘গুলিতে’ খুলনার ফুলতলায় ব্যবসায়ী নিহত
রাজবাড়ীতে আ’লীগ নেতাকে বাড়ির সামনে গুলি করে হত্যা
২ বছর আগে
কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে ‘কৃষক’ নিহত
রাঙামাটির কাপ্তাইয়ের কুকিমারা এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলির সময় এক পথচারী কৃষক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
নিহত থোয়াই অংপ্রুগ্রী মারমা (৭০) কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে।
৩নং ওয়ার্ডের ইউপি সদস্য অংসাপ্রু মারমা জানান, বিকাল ৫ টার পর গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষের সময় একজন কৃষক নিহত হয়েছে। কৃষক তার কাজ সেরে বাড়িতে ফিরছিলেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কাপ্তাই থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি কীভাবে মারা গেছে তা এখনও জানা যায় নি। তদন্ত করে এ ঘটনার বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২
কক্সবাজারে গুলিতে নিহত ২
৩ বছর আগে
রাঙ্গামটিতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সদস্য আহত
জেলার লংগদু উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-লারমা) সংস্কার গ্রুপের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
৪ বছর আগে