ফিফা বিশ্বকাপ ২০২২
‘ফুটবলপ্রেমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় একই বন্ধনে আবদ্ধ’
ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা বিষয়ক মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে লেখা এক চিঠিতে মোমেন বলেছেন, ‘ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় ফুটবলপ্রেমের একই বন্ধনে আবদ্ধ।’
তিনি বলেন, রবিবার রাতে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখে আপনি অবাক হবেন।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে মন্ত্রী মোমেন তার আর্জেন্টিনার প্রতিপক্ষ এবং আর্জেন্টিনার প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
এই আনন্দের মুহুর্তে মোমেন দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বন্ধুত্ব আরও গভীর করার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি আগামী দিনে একে অপরের রাজধানীতে মিশন খোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’
আর্জেন্টিনা ও বাংলাদেশ জুড়ে বাড়ি ও রাস্তাগুলো এই মহাকাব্যিক বিশ্বকাপ ফাইনালের পরে উদযাপনের মঞ্চে পরিণত হয়েছিল। রবিবার (১৮ ডিসেম্বর) গত বারের বিজয়ী ফ্রান্সকে পেনাল্টিতে পরাজিত করে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর থেকে এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়।
আরও পড়ুন: আর্জেন্টিনার জয়ে ফ্রিতে কেটে দিচ্ছেন চুল-দাড়ি!
নতুন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ মহিলা দলকে রাষ্ট্রপতির অভিনন্দন
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
লিওনেল মেসির গুরুত্বপূর্ণ গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ স্কোরে আর্জেন্টিনার জয় বিশ্বকাপের সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে।
মেসি যে শুধু গুরুত্বপূর্ণ গোল করেছেন তা-ই নয়, তার পাস থেকেই ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেসের গোল দলটির জয় নিশ্চিত করে।
লুসাইল স্টেডিয়ামের ম্যাচটি বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রেখেছে কারণ, এই পর্বের শেষ খেলায় পোল্যান্ডের বিপক্ষে মেসিদের জয় সুযোগ তৈরি করে দিবে পরের পর্বে খেলার। তবে ড্র করলেও কাগজে-কলমে হিসাবে সুযোগ থেকে যাবে তাদের।
সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারের পর এই ম্যাচ ছিল আর্জেন্টিনার ফিরে আসার লড়াই। গ্রুপ-সি তে দলটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। বুধবার পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
আরও পড়ুন: কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
সম্ভবত ৩৫ বছর বয়সী মেসির এটিই শেষ বিশ্বকাপ। অসংখ্য অর্জনের মাঝে শুধু বিশ্বকাপ জয়টিই এখনও ঘরে তুলতে পারেননি তিনি।
মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে মেসির শর্ট তার ঝুড়িতে বিশ্বকাপে ৮টি গোল এনে দেয়। এখন পর্যন্ত এই অর্জন রয়েছে আরও দুইজনের। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই মেসিকে যার সঙ্গে তুলনা করা হয়- ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই।
পেলে, ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ক্লাবে প্রবেশ করতে এবারের বিশ্বকাপ জয় বেশ তাৎপর্যপূর্ণ। সে যাত্রায় ম্যাচটি সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
গোলটি করার আগে ম্যাচটি মেসির জন্য বেশ হতাশাজনক ছিল। তিনি যতবার বল পেয়েছেন পাশাপাশি তাকে আটকানো জন্য পেয়েছেন দুইজন ডিফেন্ডার।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সৌদি আরবের খেলার পর দলে আনেন পাঁচ পরিবর্তন। উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করার। কিন্তু এই পরিবর্তন শুরুর দিকে সামান্যই পার্থক্য করতে পেরেছে। ম্যাচের ছন্দ সম্পূর্ণ ফিরে আসে মেসির গোলের পর। এবারের বিশ্বকাপে মেসির এটি দ্বিতীয় এবং আন্তর্জাতিক ম্যাচে ৯৩ তম গোল।
আরও পড়ুন: বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রাজিল সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে।
ব্রাজিল কোচ তিতে একটি আক্রমণাত্মক স্কোয়াড দিয়ে শুরু করেছিলেন। যাতে চারজন ফরোয়ার্ড ছিলেন - নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসন। আক্রমণাত্মক মিডফিল্ডার লুকাস পাকেতা একাই সার্বিয়ার রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরোর সঙ্গে খেলেন।
কিন্তু সার্বিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়ও দুর্দান্ত খেলে ব্রাজিলকে আটকে রাখতে চেষ্টা করে।
তবে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা ছিলেন অপ্রতিরোধ্য।
৩০ বছর বয়সী নেইমার তার তৃতীয় বিশ্বকাপে ব্রাজিলের প্রধান আকর্ষণের কেন্দ্রে পৌঁছেছেন।
ব্রাজিল শেষ ২০টি উদ্বোধনী খেলায় ১৭টি জয় নিয়ে অপরাজিত রয়েছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: পর্তুগালের কাছে ৩-২ গোলে ঘানার পরাজয়
জি গ্রুপের অন্য ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।
এর আগে ২০১৮ সালেও ব্রাজিল ও সার্বিয়া গ্রুপ পর্বে খেলেছিল। সেবারও ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হারায়।
ব্রাজিল একাদশ
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহস, এলেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, পাকুয়েতা, নেইমার, রাফিনহা, রিচারলিসন, ভিনিসিয়ুস জুনিয়র। কোচ: তিতে
সার্বিয়া একাদশ
মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, মিলাদেনোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, গুদেহ, লুকিচ, জিভকোভিচ, ট্যাডিচ, মিত্রোভিচ। কোচ: দ্রাগান স্টোকোভিচ
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ-২০২২: উরুগুয়ে-দ. কোরিয়া শূন্য গোলে মাঠ ছাড়ল
পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১ বছর আগে
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় রাজধানীতে ‘গলি গ্রাফিতি’
ফুটবলের প্রতি আবেগ প্রকাশে বাংলাদেশের ফুটবলভক্তরা অতুলনীয়। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার প্রকাশেও এদেশের ভক্তরা সব সময় এগিয়ে থাকেন। তাছাড়া অন্যভাবে বলতে গেলে প্রায় প্রতিবার বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর তুলনায় বাংলাদেশে উন্মাদনার মাত্রা অনেক ক্ষেত্রে বেশি থাকেই দেখা গেছে।
আগামী ৮ জুন কোকা-কোলার উদ্যোগে বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ ট্রফি ট্যুর। ফুটবলের প্রতি সেই আবেগ, সেই উন্মাদনা আবার জাগিয়ে তোলার জন্য আঁকা হচ্ছে গলি গ্রাফিতি।
২ বছর আগে
কাতার বিশ্বকাপের সময়সূচি প্রকাশ
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে। খবর ফিফাডটকমের।
৪ বছর আগে