সূচি অনুযায়ী, ৬০,০০০ আসনের আল বায়াত স্টেডিয়ামে বল মাঠে গড়াবে ২১ নভেম্বর সোমবার স্থানীয় সময় দুপুর ১টায়। আর গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টা, বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায়। নকআউট পর্বের খেলাগুলো দেখা যাবে সন্ধ্যা ৬টা এবং রাত ১০টা থেকে। দুই সেমিফাইনাল শুরু রাত ১০টায়।
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৭ ডিসেম্বর। তার এক দিন পর লোসাইল স্টেডিয়ামে ৮০,০০০ দর্শকের সামনে ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রতিটি দলকে তাদের ম্যাচগুলোর মধ্যে সন্তোষজনক বিশ্রামের সুযোগ দিতে গ্রুপ পর্ব চলবে ১২ দিন ধরে এবং প্রতিদিন চারটি করে ম্যাচ হবে।
আয়োজক ছোট দেশ কাতারে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য দরকার হবে না বিমান ভ্রমণের। সেই সাথে এ সময়ে কাতারের আবহাওয়া থাকে চমৎকার। যা দর্শক, টিম ও মিডিয়াগুলোর জন্য হবে উপকারী ও আরামদায়ক। দর্শকরা চাইলে গ্রুপ পর্বে এক দিনে একাধিক ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারবেন।