ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলীর বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার স্নেহাশিসের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর সৌরভ গাঙ্গুলীসহ পরিবারের অন্য সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্নেহাশিস গাঙ্গুলী বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিটিআই’র প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে জ্বর থাকায় বুধবার স্নেহাশিসের কোভিড-১৯ পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, গত ৮ জুলাই সৌরভ গাঙ্গুলীর জন্মদিন ছিল এবং সেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। এজন্যই তাদেরকে সপরিবারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।