ট্রেন লাইনচ্যুত
ভারতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২ যাত্রীর মৃত্যু, আহত ২০
ভারতের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার দেশটির ঝাড়খণ্ড প্রদেশের বরাবাম্বু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের মুখপাত্র ওম প্রকাশ চরণ জানান, লাইনচ্যুত বগি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মুম্বাই যাওয়ার পথে ঝাড়খণ্ডের বরাবাম্বু শহরের কাছে ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয় বলে জানান ওম প্রকাশ চরণ।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুই যাত্রীর মৃত্যু হয়। এর আগে গত বছর ভারতের পূর্বাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
দেশটিতে প্রতিদিন ১২ মিলিয়নেরও বেশি মানুষ ১৪ হাজার ট্রেনে চড়ে ৬৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তার উন্নয়নে ভারত সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার বেশিরভাগই মানবসৃষ্ট বা পুরনো সিগন্যাল সিস্টেমের কারণে হয়ে থাকে।
৪ মাস আগে
রংপুরে ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
রংপুরের কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
এতে লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।পরে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: ১৮ ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
পরে ৬টার দিকে উদ্ধার অভিযান শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী কমিউটার ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কাউনিয়া স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের চাকা লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটের রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
তিনি বলেন, পরে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করে। সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: উদ্বোধনের এক মাস পরও খুলনা-মোংলা রুটে শুরু হয়নি ট্রেন চলাচল
কিশোরগঞ্জে ইঞ্জিনসহ ট্রেন লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রেলপথ বন্ধ
১ বছর আগে
ময়মনসিংহে ৭ দিনের ব্যবধানে ফের একই ট্রেন লাইনচ্যুত
সাত দিনের ব্যবধানে একই ট্রেনের একই বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ৮টায় নগরীর কেওয়াটখালিতে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ময়মনসিংহ-নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বেলা ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ময়মনসিংহের সঙ্গে তিনটি রেলপথে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার ফলে এই তিনটি রেলপথের বিভিন্ন স্টেশনে আন্ত নগর, মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহম্মেদ জানান, শনিবার সকাল সোয়া ৮টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম এই তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কেওয়াটখালী লোকশেড থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।
উল্লেখ্য, গত রবিবার একই সময়ে এই ট্রেনের একই বগি কয়েকশ’ মিটারের ব্যবধানে লাইনচ্যুত হয়েছিল। এতেও সাড়ে ৩ ঘন্টা ময়মনসিংহ-নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন: নাটোরে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ট্রেন লাইনচ্যুত: খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
২ বছর আগে
কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত
ঈশ্বরদী-খুলনা রেলওয়ে রুটে শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুরের হালসা স্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
তবে লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটায় দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের নিচে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন কিশোরী বধূ
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম জানান, শনিবার খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী আসছিল। সকাল পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পার হয়ে 'হালসা' স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ক্রটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইলচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে সকাল ১০টা থেকে উদ্ধার কাজ শুরু করে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, এ রুটে ডাবল লাইন থাকার কারণে লুপ লাইনে দুর্ঘটনা ঘটেছে। এজন্য প্রধান রেললাইনটি সচল থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ
এদিকে এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশী বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
২ বছর আগে
ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ
জয়পুরহাটে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় শনিবার সকাল থেকে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আক্কেলপুরের রেলওয়ে স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন জানান, “জয়পুরহাট থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ট্রেন ভোর ৫টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এর ফলে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”
আরও পড়ুন: কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
লাইনচ্যুত হওয়ার পর থেকে আক্কেলপুর ও সান্তাহার রেলস্টেশনে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ও চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’আটকা পড়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
উদ্ধার অভিযানের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন আসছে বলেও জানান তোফাজ্জল।
২ বছর আগে
ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০, আহত অর্ধশতাধিক
পূর্ব ইরানে বুধবার ভোরে একটি যাত্রীবাহী ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন গুরুতর রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে, যদিও বিপর্যয় সম্পর্কে প্রাথমিক বিবরণ অস্পষ্ট রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।
উদ্ধারকারী দলগুলো অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে দুর্গম এলাকায় পৌঁছেছে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব কঠিন।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন, যাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি একটি খননকারীর সাথে ধাক্কা খেয়েছে।
২০১৬ সালে ইরানে আরেকটি ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা যায় এবং বহু মানুষ আহত হয়।
দেশটিতে সবচেয়ে বড় ট্রেন বিপর্যয় ঘটে ২০০৪ সালে। পেট্রল, সার, সালফার এবং তুলাবোঝাই একটি ট্রেন ঐতিহাসিক শহর নেশাবুরের কাছে বিধ্বস্ত হয়। এতে প্রায় ৩২০ জন নিহত, ৪৬০ জন আহত এবং পাঁচটি গ্রাম ধ্বংস হয়।
ইরানে প্রায় ১৪ হাজার কিলোমিটার (৮৭০০ মাইল) রেললাইন রয়েছে, যা টেক্সাসের আড়াইগুণ আয়তনের সমান।
পড়ুন: ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬
নাইজেরিয়ায় গির্জায় হামলায় ৫০ জনের বেশি নিহতের আশঙ্কা
২ বছর আগে
১১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল চলাচল শুরু
১১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেল চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকালে ঢাকা এবং বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে রেল পরিষেবা পুনরায় চালু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ২ বছর পর রবিবার থেকে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চালু
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের কাছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা - রাজশাহী , উত্তরবঙ্গ ও উত্তর - পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে, ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেলস্টেশনে আটকে থাকে। তবে দুর্ঘটনাকবলিত ট্রেনের প্রায় সব যাত্রী বিকল্প পথে তাদের গন্তব্যস্থলে চলে গেছেন এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: ৫ ঘণ্টা পর কালুরঘাট সেতুতে যানচলাচল স্বাভাবিক
২ বছর আগে
কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লার বুড়িচংয়ের মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে।
পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে ও শশীদল স্টেশনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে আছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
২ বছর আগে
পশ্চিমবঙ্গে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯
ভারতের পশ্চিমবঙ্গে একটি এক্সপ্রেস ট্রেনের ১২ বগি লাইনচ্যুত হয়ে ৯ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় রাজ্যের জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের নিকটে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় রেলওয়ের এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এক বিবৃতিতে দেশটির রেলওয়ে জানিয়েছে, ট্রেনটি এক হাজার ৫৩ জন যাত্রী নিয়ে রাজস্থান থেকে আসামে যাচ্ছিল। এটি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে ছাড়ে।
আরও পড়ুন: ভারতে একদিনে আড়াই লাখ করোনা রোগী শনাক্ত
দেশটির রেলমন্ত্রী অশ্বিনী ভৈসনভ বলেন, তিনি ‘ব্যক্তিগতভাবে ঘটনা পর্যবেক্ষণ’ করছেন। ‘আমরা আমাদের সব দায়িত্ব পালন করবো।’
প্রাণঘাতী এ ট্রেন দুর্ঘটনা এক জ্যৈষ্ঠ কর্মকর্তার নেতৃত্ব তদন্ত করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: মহামারির মধ্যে ভারতের ৫ রাজ্যে নির্বাচন
২ বছর আগে
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লায় ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাক-চট্টগ্রামে রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেইটে শনিবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
রেলসূত্র জানায়, দুঘর্টনার কারণে ঢাকা, সিলেট, ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুঘর্টনায় তেমন কোনও হতাহত হয়নি। দুই জন সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন।
আরও পড়ুন: ১১ আগস্ট থেকে খুলনার ৫টি ট্রেন চলবে
কুমিল্লা রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাত বগি লাকসাম জংশনে ও বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
৩ বছর আগে