স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদ থেকে সদ্য পদত্যাগ করা আবুল কালাম আজাদের বিচার দাবি করেছে বিএনপি।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন।
ফখরুল বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিজাইন করেছেন এবং শোনা যাচ্ছে তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে। আসলে তাকে তো বরখাস্ত করা উচিত ছিল।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, এখানে শুধু মহাপরিচালকের রেজিগনেশন নয়, মহাপরিচালকের বিচার এবং একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
ফখরুলি বলেন, ‘স্বাস্থের ডিজিসহ অন্যান্যরা করোনার পরীক্ষা সম্পর্কে ভুল তথ্য দেয়া এবং নানা অপকর্মের জন্য সরকার দায়ি। এর দায় সরকার এড়াতে পারে না। তাই আমরা মনে করি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটিও ন্যায়সঙ্গত।’