দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনলাইনে আলোচনায় যুক্ত হয়ে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষই ভোক্তা। সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তার অধিকার রক্ষায় সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সাথে পণ্যের মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ক প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।
আরও পড়ুন: ঝিনাইদহে ভোক্তা অধিকার ও র্যাবের অভিযান, জরিমানা আদায়
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের প্রতিদিন সৃষ্ট মোট বর্জ্যের ১০ শতাংশই প্লাস্টিক বর্জ্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রতি বছর প্রায় ১৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে পতিত হওয়ার ফলে ২০৫০ সালে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে। বিশ্ব জুড়ে প্রতি মিনিটে প্রায় ৩৩ হাজার প্লাস্টিকের বোতল সাগরে গিয়ে পড়ছে। প্রতি কেজি প্লাস্টিক পণ্য উৎপাদনে দুই কেজি কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়। আমাদের ব্যবহৃত প্লাস্টিক পণ্য পরিবেশে মিশে যেতে ২০ থেকে ৫০ বছর সময় লাগে।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাজার তদারকিতে ভোক্তা অধিকারের মহাপরিচালক
অনুষ্ঠানে বক্তারা ভোক্তা সচেতনতা বাড়ানো, বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অহেতুন পণ্যের দাম বৃদ্ধি না করা, প্লাস্টিক দুষণ রোধ করাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোস্তাফিজার রহমান, ক্যাব কুড়িগ্রামের সভাপতি মানিক চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নানা আয়োজনে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি নান্দনিক ট্রাক শোর উদ্বোধন শেষে জনসচেতনতা বাড়াতে জেলা শহর ও গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ট্রাকটি প্রদক্ষিণ করে।
সবশেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।