যাত্রীবাহী ট্রেন
১৪ দিন পর স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
টানা ১৪ দিন পর আবারও স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।
ঢাকা রেলওয়ের সূত্র থেকে জানা গেছে, ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
বিজিবি ও পুলিশের পাহারায় জ্বালানি তেলবাহী ট্রেন আগে থেকেই চলাচল করছে।
২৩৩ দিন আগে
ভারতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২ যাত্রীর মৃত্যু, আহত ২০
ভারতের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার দেশটির ঝাড়খণ্ড প্রদেশের বরাবাম্বু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের মুখপাত্র ওম প্রকাশ চরণ জানান, লাইনচ্যুত বগি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মুম্বাই যাওয়ার পথে ঝাড়খণ্ডের বরাবাম্বু শহরের কাছে ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয় বলে জানান ওম প্রকাশ চরণ।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুই যাত্রীর মৃত্যু হয়। এর আগে গত বছর ভারতের পূর্বাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
দেশটিতে প্রতিদিন ১২ মিলিয়নেরও বেশি মানুষ ১৪ হাজার ট্রেনে চড়ে ৬৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তার উন্নয়নে ভারত সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার বেশিরভাগই মানবসৃষ্ট বা পুরনো সিগন্যাল সিস্টেমের কারণে হয়ে থাকে।
২৩৫ দিন আগে
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে আগুনে নিহত ৭
দক্ষিণ পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি বগিতে আগুন লেগে কমপক্ষে সাতজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
রেলওয়ে কর্মকর্তা মহসিন সিয়াল জানান, সিন্ধু প্রদেশের রাজধানী করাচি থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) উত্তরের জেলা খায়রপুরে ট্রেনটিতে আগুন লেগেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন এবং চলন্ত ট্রেনের জানালা থেকে লাফ দিয়ে আরও একজন নারী মারা গেছেন।
তিনি বলেন অগ্নিকাণ্ডে ট্রেনে থাকা অন্যান্য বেশ কয়েকটি বগিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণটি অস্পষ্ট রয়ে গেছে।
টিভি ফুটেজে ট্রেনের বেশ কয়েকটি পুড়ে যাওয়া অংশ দেখানো হয়েছে। যেটি করাচি থেকে পূর্বাঞ্চলীয় শহর লাহোরে যাওয়ার পথে একটি বগিতে আগুন লেগে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার রাতে যে আগুনের শিখা ট্রেনের বেশ কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৪০
পাকিস্তানে দরিদ্র যাত্রীরা প্রায়শই তাদের খাবার রান্না করার জন্য ট্রেনে তাদের নিজস্ব ছোট গ্যাসের চুলা নিয়ে আসে। যদিও এই নিয়মগুলো অনুশীলনে বাধা দেওয়া হয়। উপচে পড়া ট্রেনে প্রায়ই নিরাপত্তা বিধি উপেক্ষা করা হয়। পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা প্রায়শই দুর্বল রেল অবকাঠামো এবং সরকারি অবহেলার ফল।
২০১৯ সালে পূর্ব পাঞ্জাব প্রদেশে রান্নার গ্যাসের চুলা বিস্ফোরণে ট্রেনের আগুনে কমপক্ষে ৭৪ জন যাত্রী নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল।
এছাড়াও বৃহস্পতিবার অস্থির দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ ঘটায়।
কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবাদ বিভাগের কর্মরত একজন স্থানীয় পুলিশ প্রধানকে হত্যা করে। কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে এই অঞ্চলে এবং দেশের অন্য কোথাও আগে এই ধরনের হামলার দাবি করেছে সেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং জঙ্গিরা এই হামলা চালিয়ে থাকতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
৬৯৫ দিন আগে
কোরিয়া থেকে ১৫০টি মিটারগেজ কোচ কিনছে রেলওয়ে
নতুন যাত্রী ট্রেন চালু ও রেলওয়ের পরিসেবা বাড়াতে নতুন ১৫০টি মিটারগেজ কোচ কিনতে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে।
১৬৯৬ দিন আগে