দূর্বৃত্ত
নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সপ্তম দফায় বিএনপির ডাকা প্রথম দিনের অবরোধ কর্মসূচি চলাকালে রাতে এ ঘটনা ঘটে। বাসের আগুন দেওয়ার ঘটনায় দুইজন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুলিশের জব্দ করা বাসে আগুন
মহাদেবপুর থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে সড়কের পাশে রাহি ট্রাভেলস নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টহল পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি তদন্ত করে মামলা নেয়া করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ সকালে মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অবরোধ চলাকালে রবিবার রাতে মহাদেবপুর উপজেলা সদরের মাসুম পেট্রোল পাম্পের বিপরীতে দাঁড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের বাসে দুর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনায় রাতেই মহাদেবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুজাউজ্জামান রাজু (৫৫) এবং বিএনপি কর্মী আতাউর রহমান আতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন
১ বছর আগে
পাবনায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
পাবনার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাহার সরদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার চরশিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাহার ওই গ্রামের মৃত বিরাত সরদারের ছেলে।
আরও পড়ুন: সুপারি চুরির ঘটনায় লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোজাহার সরদারের সাথে মোস্তফা হোসেন নামের একজনের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সন্ধ্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মোজাহার রাতে বাড়ির পাশের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ির দিকে যাওয়ার পথে কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার ময়না তদন্ত সম্পন্ন হবে।
আরও পড়ুন: কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে কিশোর নিহত
তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৩ বছর আগে
সাতক্ষীরার তালায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলায় রুপালী বেগম (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তালার জেঠুয়া গ্রামের বাড়ির পাশে একটি আম গাছ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। রুপালী জেঠুয়া গ্রামের মনিরুজ্জান সরদারের স্ত্রী।
স্থানীয়রা বলছে, গৃহবধু রুপালী বেগমকে দূর্বৃত্তরা হত্যা করে আম গাছে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
পুলিশ জানায়, শুক্রবার রাত ৩ টায় ওই গৃহবধুর দেবর পিলাত সরদার আম কুড়াতে গিয়ে রুপালী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে রাতেই প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখতে পায় লাশ। সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রুটি বানাতে দেরি, থাপ্পড়ে গৃহবধূর মৃত্যু
স্থানীয়রা জানায়, গৃহবধুর স্বামী মনিরুজ্জামানের সাথে তার সম্পর্ক ভালো। তাদের মধ্যে কখনো কোনও ঝগড়া-বিবাদ হয়না। তবে পরকিয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
৩ বছর আগে
ফেনীতে মাদ্রাসা ছাত্রী খুন
১১ বছর আগে ৫ মে প্রবাসী শহিদুল ইসলাম ও তাসলিমা আক্তারের সংসারে খুশির বন্যা নিয়ে আসে ফুটফুটে তানিসা। প্রতি বছর দিনটি ওই পরিবারের জন্য আনন্দের। জন্মদিনের পরদিনই নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারায় তানিসা।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঘরের ছাদে অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে জবাই করে খুন করে। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার কালিদহ গ্রামে।
আরও পড়ুন: কুমিল্লায় ছেলের হাতে মা হত্যার অভিযোগ
নিহত কিশোরী শহরের ডাক্তারপাড়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল তানিসা ইসলাম।
তানিসা ইসলামকে নৃশংসভাবে খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার অপ্রাপ্ত বয়স্ক চাচাতো ভাইকে আটক করেছে।
পুলিশ ঘটনাস্থলে নিশানের জুতা পেয়ে তাৎক্ষণিক তাকে বাড়ি থেকে আটক করে। সে ওই বাড়ীর মৃত সাহাব উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ফেনীতে ‘ছেলের’ হাতে বাবা খুন
ধারণা করা হচ্ছে, তানিসাকে একা পেয়ে নিশান ধর্ষণের চেষ্টা চেলায়। ব্যার্থ হয়ে সে চাচাতো বোনকে খুন করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর হায়দার বলেন, “লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তার গলায় অস্ত্রের আঘাত ও রশি প্যাচানো ছিল।”
নির্মম এ হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
আরও পড়ুন: মাগুরায় ভাইয়ের হাতে পুলিশের এসআই খুন
ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, খুনের কারণ এখনই বলা সম্ভব নয়। এখানে সিআইডি ও পিবিআই টিম এসেছে। আমরা বেশ কিছু তথ্য ও আলামত সংগ্রহ করেছি।
স্বল্প সময়েই এই খুনের রহস্য উদ্ধার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
৩ বছর আগে
হাজীগঞ্জে দূর্বৃত্তের হাতে অটোরিকশা চালক খুন
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় দূর্বৃত্তের হাতে এক অটোরিকশা চালক খুন হয়েছে। তার ব্যাটারচিালতি অটো বাইকটিও পাওয়া যায়নি।
৪ বছর আগে