চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নেভাতে গিয়ে বিভিন্ন দোকানের ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের পূর্ব দিকে অবস্থিত মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার ফাইটার ও ব্যবসায়ীদের। এরপর অল্প সময়ের মধ্যে তা দোকান থেকে দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় মসজিদের মাইক থেকে বাজারে আগুন লাগার কথা ঘোষণা করা হলে বাজারের ব্যবসায়ীসহ উপস্থিত লোকজন আগুন নেভাতে ছুটে যান।
এরপর খবর পেয়ে চাঁদপুরের সহকারী উপপরিচালক সৈয়দ মোরশেদ হোসেনের নেতৃত্বে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি দল অগ্নিনির্বাপণে যোগ দেয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি পাম্প হঠাৎ বিকল হয়ে যাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ে। এতে করে তা নিয়ন্ত্রণে আনতেও ফায়ার ফাইটারদের যথেষ্ট বেগ পেতে হয়।
এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দলটি। এ সময় বিভিন্ন দোকানের ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন, অধিকাংশ দোকান ভস্মীভূত
বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তারপর আগুন পাশের হরিজন পল্লীতে ছড়িয়ে পড়ে।
মাহিন মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান, তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুনের ভয়াবহতা দেখে অজ্ঞান হয়ে পড়েন বলে জানান তিনি।
আগুনে একটি মাইকের দোকান, তিনটি মুদি দোকান, তিনটি কাপড়ের দোকান, দুটি হার্ডওয়ারের দোকান এবং আশপাশের আরও ৬টি দোকান ও বসতঘরও পুড়ে গেছে। এ দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন ইউএনবিকে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আমরা কাজ করছি। তদন্ত করে পরে জানানো হবে।’