বাউফল
বাউফল আ.লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি
পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষ দলটির কার্যালয়ে শুক্রবার একই সময়ে সংবাদ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নির্দেশ অনুসারে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। ১৪৪ ধারা অনুযায়ী চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ।
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার এবং দলে তার প্রতিদ্বন্দ্বী পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ এ সংবাদ সম্মেলনের ডাক দেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার কখনই লবিস্ট নিয়োগ করেনি, করার পরিকল্পনাও নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের এই দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এ উপজেলায় একাধিক সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলটির কার্যালয় জনতা ভবনসহ উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দলীয় সূত্র ইউএনবিকে জানিয়েছে, ১৪৪ ধারা জারির কারণে আওয়ামী লীগের দুই নেতা ভিন্ন ভিন্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে পারেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি
২ বছর আগে
পটুয়াখালীতে মন্দিরে কোরআন রাখার অভিযোগে গ্রেপ্তার ১
পটুয়াখালীর বাউফলে একটি মন্দিরে পবিত্র কোরআন শরিফ রাখার অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইদ্রিস বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা।
উপজেলার উত্তর রাজনগর-পালপাড়া, বগা ইউনিয়নের সর্বজনীন কালী মন্দিরে কোরআন শরিফ রেখে পালানোর চেষ্টাকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ভোর সাড়ে ৩টার দিকে স্থানীয় সঞ্জয় পল ইদ্রিসকে মন্দির থেকে বের হতে দেখেন। এসময় সঞ্জয় তাকে কী করছেন জানতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইদ্রিস।সঞ্জয় চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ইদ্রিসকে ধরে ফেলে। পরে তারা একটি কালী মূর্তির সামনের পাত্রে কুরআন খুঁজে পান। এক পর্যায়ে ইদ্রিস তার ভুল স্বীকার করে। খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ইদ্রিসকে বাউফল থানায় নিয়ে যায় ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানান ওসি আল মামুন। তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
পরবর্তী ঝামেলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
২ বছর আগে
সালিশে গিয়ে কিশোরীকে বিয়ে: সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার মামলা
পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের ঘটনার সালিশ বৈঠকে কিশোরী কন্যাকে জোর করে বিয়ে করা, তালাক দেয়া এবং প্রেমিক যুবককে মারধরের ঘটনায় অভিযুক্ত কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ আরও ৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
সোমবার (২৮ জুন) সকালে প্রেমিক যুবক রমজান হাওলাদারের বড় ভাই হাফেজ মো. আল ইমরান বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. আল আমিন জানান, অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছেন।
তিনি বলেন, প্রথমত তিনি কন্যা নাবালিকা জেনেও জোরপূর্বক তাকে বিয়ে করেন এবং রমজান হাওলাদারকে হত্যার উদ্দেশে মারধর করেন এবং বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালায়।
আরও পড়ুন: প্রেমের সম্পর্ক: আমেরিকা থেকে বাংলাদেশে এলেন মার্কিন নারী
এ ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে তালাক নামা সৃষ্টি করেন। ঘটনায় চেয়ারম্যানসহ তার ৫ সহযোগী এবং নিকাহ রেজিস্ট্রার ও কাজী মাওলানা মো. আইয়ুবকে আসামি করা হয়েছে।
আদালতে কিশোরী কন্যার (১৩) জন্মসনদ এবং রমজান হাওলাদারের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: সেনা সদস্য পরিচয়ে প্রেমিকার কাছে যেয়ে যুবক আটক
এর আগে গত শুক্রবার দুপুরে কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার পাঁচ লাখ টাকা দেন মোহরে ওই কিশোরীকে বিয়ে করেছিলেন।
কিশোরীর বাবা মেয়ের তালাকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার মেয়ে এখন তাদের বাড়িতেই আছেন।
৩ বছর আগে
বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
পটুয়াখালীতে বিয়ের আশ্বাস দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে
পটুয়াখালীতে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু
জেলার বাউফলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
পটুয়াখালীতে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২
বাউফলের কেশবপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
৪ বছর আগে