করোনার প্রার্দুভাব
এ বছর লালন স্মরণোৎসব স্থগিত
করোনার প্রার্দুভাবের কারণে এবার দোল পূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব উদযাপন হচ্ছে না।
লালন একাডেমির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
লিখিত বক্তব্যে জেলা প্রশাসক জানান, বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে বড় ধরনের গণজমায়েত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯১ জন মৃত্যুবরণ করেছেন এবং অনেক মানুষ আক্রান্ত। সম্প্রতি করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। আশঙ্কা করা হচ্ছে, যদি বড় ধরনের গণজমায়েত করা হয়, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
১৭৫১ দিন আগে
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখে পৌঁছেছে
ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ৯৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৬৯৫ জনে পৌঁছেছে।
১৯৮৫ দিন আগে