ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ৯৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৬৯৫ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে, এ সময়ে ৭৭১ জন মারা গেছেন এবং এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৩৫ জন।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সারা দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন সুস্থ হয়েছেন আর বর্তমানে ৫ লাখ ৭৯ হাজার ৩৫৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারত নমুনা পরীক্ষার ওপর বেশ জোর দিচ্ছে। রবিবার পর্যন্ত মোট ২০ কোটি ২ লাখ ২ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র রবিবারই ৩ লাখ ৮১ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সোমবার পর্যন্ত টানা পাঁচ দিন দেশটিতে দৈনিক ৫০ হাজারের বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশ ইউনিটের সভাপতি স্বতন্ত্র দেব সিংহ রয়েছেন।