অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
এর আগে, চার দফায় করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলেও, পঞ্চমবারে এসে সোমবার রাতে নেগেটিভ ফলের দেখা পান ব্রিটিশ এ কোচ।
কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় গত ১৯ নভেম্বর কাতারে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে যেতে না পারলেও, বুধবার জাতীয় দলের সাথে যোগ দিতে দোহার উদ্দেশে যাত্রা করতে পারেন জেমি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেমি ডে’র জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময়সীমা কমিয়ে আনার চেষ্টা করছে যাতে তিনি কাতারে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচের সময় বাংলাদেশ দলের ডাগআউটে থাকতে পারেন। তবে তিনি দোহায় পৌঁছানোর জন্য অন্য সকল প্রয়োজনীয়তা পূরণ করেছেন।
কাতার যাত্রার আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ডাগআউট থাকা জেমি ডে’র যথাযথ নির্দেশনায় প্রায় ১০ মাস পর (করোনাভাইরাসের সময়) ২-০ গোলে জয় পায় বাংলাদেশ ফুটবল দল।