এভারকেয়ার হাসপাতাল
সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেশকিছু মেডিকেল পরীক্ষা শেষে আজ সন্ধ্যায় বাসায় ফিরবেন।
বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ড ম্যাডামকে (খালেদা) হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়ার আগে বিএনপি চেয়ারপার্সনের সব পরীক্ষার রিপোর্ট এবং তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা নিয়ে বিকালে মেডিকেল বোর্ড বৈঠক করবে।
শায়রুল জানান, বিকাল ৫টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগের সম্ভাবনা রয়েছে।
এর আগে, রবিবার রাতে খালেদা জিয়াকে আরও কিছু মেডিকেল পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
উল্লেখ্য, ২২ আগস্ট করোনারি এনজিওপ্লাস্টির পর ফলোআপ হিসেবে খালেদা জিয়ার ইকো, ইসিজি, ইউএসজি, এক্স-রে এবং রক্ত পরীক্ষা করানো হয়।
ওইসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি চেয়ারপার্সনকে আরও কিছু পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তির সুপারিশ করে মেডিকেল বোর্ড।
পড়ুন: ফের খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ফখরুলের
৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
এর আগে ১০ জুন বিএনপি চেয়ারপার্সনের বাম ধমনীতে ৯৫ শতাংশ ব্লকের কারণে তিনি হার্ট অ্যাটাক করেন। ব্লক সরিয়ে সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিলে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়াকে তার গুলশানের বাড়িতে থাকার এবং দেশ না ছাড়ার শর্তে সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়।
২০২১ সালের এপ্রিলে করোনায় এ আক্রান্ত হওয়ার পর থেকে বিএনপি প্রধানকে ছয়বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার পরিবার তার একাধিক স্বাস্থ্য জটিলতার চিকিৎসার জন্য বিদেশে একটি উন্নত হাসপাতালে পাঠানোর অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিক আবেদন জমা দিয়েছিল, তবে দুটি মামলায় আদালতে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সরকার প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে।
পড়ুন: খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি
এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
২ বছর আগে
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিকালে মেডিকেল বোর্ডের বৈঠক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত ১৯ সদস্যের মেডিকেল বোর্ড আজ বিকালে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, এদিন বিকাল ৫টায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।
তিনি বলেন, বৈঠকে চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সনের অবস্থা ও বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জাহিদ বলেন, খালেদা জিয়া এখনও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ‘তার কার্ডিয়াক পয়েন্ট এখনও পুরোপুরি স্থিতিশীল নয়’।
তিনি বলেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপার্সনের অবস্থা পর্যবেক্ষণ করে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করছে। ৭২ ঘণ্টা পার হওয়ার আগে তার অবস্থা সম্পর্কে কিছুই বলা যাবে না।
এর আগে রবিবার জাহিদ হোসেন বলেছেন, শনিবার করোনারি এনজিওগ্রাম টেস্টে বিএনপি চেয়ারপার্সনের ধমনীতে তিনটি ব্লক পাওয়া গেছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক এবং কিছু জটিলতা থাকায় ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
অধ্যাপক জাহিদ বলেন, ‘শনিবার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে করোনারি এনজিওগ্রাম করে বিএনপি চেয়ারপার্সনের হার্টে তিনটি ব্লক পাওয়া গেছে। একটাতে এনজিও গ্রামের সঙ্গে সঙ্গে স্টেন্টিং করা হয়েছে।’
তিনি বলেন, ‘৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তার বর্তমান স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি নন। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’
আরও দুটি ব্লক সম্পর্কে জাহিদ বলেন, কিডনি ও লিভারের দীর্ঘস্থায়ী সমস্যা থাকায় ওনার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, অন্য দুটি ব্লক অপসারণের জন্য যে ওষুধের প্রয়োজন তা তার কিডনিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ বলেন, পরিবারের কোনো সদস্য ও বিএনপি নেতাদের এখন তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না।
তিনি বিএনপি চেয়ারপার্সনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার ভোররাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিলে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার খালেদা জিয়াকে তার গুলশানের বাড়িতে থাকার এবং দেশ না ছাড়ার শর্তে সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক, ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে
খালেদা জিয়ার হার্টে রিং বসানো হয়েছে: ফখরুল
২ বছর আগে
আইসিইউতে অভিনেতা সোহেল রানা
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়ক সোহেল রানা। শারিরীক অবস্থার অবনতি হলে বুধবার এই কিংবদন্তী অভিনেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।
অভিনেতার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন,আমাদের প্রিয় নায়ক, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। তার শারীরিক অবস্থা ভালো না। সবাই তার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ড্যাশিং হিরো সোহেল রানা সত্তরের দশকের মাঝ থেকে আশির দশক পর্যন্ত সুপারস্টার ইমেজে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শক প্রিয়তা। তিনি দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।
দীর্ঘ চলচ্চিত্র জীবনে এই নায়ক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: নতুন বছরে প্রথম ওয়েব ফিল্মে হিমি
তিশার কোলে আসছেন নতুন অতিথি
২ বছর আগে
খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন: বিএনপি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি বারবার করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব রয়েছে। দিন যত যাচ্ছে তার অবস্থার অবনতি হচ্ছে ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার লিভার সিরোসিস ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের চিকিৎসা দেশে সম্ভব নয়। তার জীবন বাঁচাতে বিদেশে উন্নত চিকিৎসা জরুরী ভিত্তিতে প্রয়োজন।
আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ২২ ডিসেম্বর থেকে ৩২ জেলায় বিএনপির সমাবেশ
এই বিএনপি নেতা অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার শংকটাপন্ন অবস্থা বিবেচনা না করেই সরকার ‘ভয়াবহ অমানবিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে’। তার চিকিৎসা নিয়ে সরকার নানাভাবে ষড়যন্ত্র করে তাকে শেষ করে দিতে চাইছে।
তিনি আক্ষেপ করে বলেন, জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়াকে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী আমাদের নেত্রীর বিদেশে চিকিৎসা সম্ভব।
রিজভী বলেন, সরকার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দাবি উপেক্ষা করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সরানোর চেষ্টা করছে।
তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায়ে তাদের দল বুধবার থেকে জেলা শহরে সমাবেশ শুরু করবে।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: আ.লীগ মানুষকে প্রকৃত ইতিহাস ভুলিয়ে দিচ্ছে: বিএনপি
খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি নিয়েই বিএনপি’র রাজনীতি: তথ্যমন্ত্রী
৩ বছর আগে
ফের এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
বাড়ি ফেরার প্রায় এক সপ্তাহ পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফলোআপ চিকিৎসার জন্য শনিবার ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
নানা স্বাস্থ্য জটিলতায় অসুস্থ হয়ে এ বছর তৃতীয়বারের মতো তিনি হাসপাতালে ভর্তি হলেন।
বিএনপি চেয়ারপার্সনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ৫টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান।
তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া)ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ (শনিবার) দুপুর তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে এ বিষয়ে সব ব্যবস্থা করা হয়েছে।’
এর আগে গত ১২ অক্টোবর জ্বর ও অন্যান্য বেশ কিছু স্বাস্থ্য জটিলতায় খালেদাকে দ্বিতীয়বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ দিনের চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর তিনি বাড়ি ফেরেন।
খালেদার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় বলে জানান চিকিৎসকরা।
বিএনপি প্রধানের শরীরের একটি অংশে একটি ছোট লাম্প থাকায় ২৫ অক্টোবর তার একটি অস্ত্রোপচার ও বায়োপসি পরীক্ষা করা হয়।
পরে,তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল এবং ক্যান্সারের কোনও লক্ষণ শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসকরা জানিয়েছেন,তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস,চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবার এই বছরের মে এবং আগস্ট মাসে দুইবার সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে বলেছিল যে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির এই সুবিধা পাওয়ার সুযোগ নেই।
গত ২৭ এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।করোনা-পরবর্তী জটিলতা এবং অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নেন।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
বিকালে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া
৩ বছর আগে
বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিনের চিকিৎসা শেষে তার বাসভবন ‘ফিরোজায়’ ফিরেছেন।
তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সোমবার বিকেল ৫টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।বিকেল সাড়ে ৫টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসায় পৌঁছান।
বিএনপি চেয়ারপার্সনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, ‘ম্যাডামের (খালেদা) শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন।’
১২ অক্টোবর খালেদা জিয়া জ্বর এবং অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় দ্বিতীয়বারের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীরের একটি অংশে ছোট লাম্প থাকায় বায়োপসি করানো হয়।
আরও পড়ুন:খালেদা জিয়ার বায়োপসি প্রতিবেদন বিদেশে পাঠানো হয়েছে: ডা. জাহিদ
সেসময় তার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বাত, ডায়াবেটিস, চোখ ও দাঁতের জটিলতায় ভুগছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবার এই বছরের মে এবং আগস্ট মাসে দুইবার সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে বলেছিল যে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির এই সুবিধা পাওয়ার সুযোগ নেই।
গত ২৭ এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।করোনা-পরবর্তী জটিলতা এবং অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নেন।
আরও পড়ুন:খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
৩ বছর আগে
খালেদা জিয়া ভালো আছেন: ফখরুল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গতকাল আমি ম্যাডামকে (খালেদা) হাসপাতালে দেখে এসেছি। আল্লাহর রহমতে তিনি ভালো আছেন।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান মির্জা ফখরুল। খালেদার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।
১২ অক্টোবর খালেদা জিয়া জ্বর এবং অন্যান্য কিছু স্বাস্থ্য জটিলতায় দ্বিতীয়বারের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
এর আগে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপার্সন। তার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বাত, ডায়াবেটিস, চক্ষু ও দাঁতের জটিলতায় ভুগছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবার এই বছরের মে এবং আগস্ট মাসে দুইবার সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে বলেছিল যে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির এই সুবিধা পাওয়ার সুযোগ নেই।
গত ২৭ এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। করোনা-পরবর্তী জটিলতা এবং অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার জন্য তিনি ১৯ জুন পর্যন্ত সেখানে চিকিৎসা নেন।
আরও পড়ুন: আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে
খালেদা জিয়া বিপদমুক্ত: মির্জা ফখরুল
খালেদাকে ধীরে ধীরে হত্যার ষড়যন্ত্র করছে সরকার: আব্বাস
৩ বছর আগে
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়।
মঙ্গলবার বিকাল ৪ টা ১৫ মিনিটে বিএনপি প্রধান হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন তাঁর মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান।
পরে তিনি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন খালেদার মেডিকেল টিমের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। সেখানে বিএনপি প্রধানের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
জাহিদ বলেন, ‘ডা. শাহাবউদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই তাঁর চিকিৎসা দিবে।’
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
৩ বছর আগে
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার বিকালে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। করোনা আক্রান্ত হয়ে এবং নানা শারীরিক সমস্যা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন ইউএনবিকে বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ম্যাডামকে (খালেদা জিয়া) ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বিকালে হাসপাতাল থেকে গুলশানের বাসায় গেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়া গুরুতর অসুস্থ: ফখরুল
মামুন বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল টিমই তাকে তার বাসায় চিকিৎসা দিবে। গত ১১ এপ্রিল ৭৬ বছর বয়সী এই বিএনপি প্রধানের করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির একদিন পর ২৮ এপ্রিল অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
খালেদা জিয়া করোনা আক্রান্তের ২৭ দিন পর ৪ মে পরীক্ষায় করোনা নেগেটিভ হন। কিন্তু করোনা পরবর্তী জটিলতা ও অন্যান্য শারিরীক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: হৃদযন্ত্র, কিডনির সমস্যায় জ্বরে ভুগছেন খালেদা জিয়া: ফখরুল
উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে গত ৬ মে খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে আবেদন করে। কিন্তু সরকার তা নাকচ করে দেয়। গত বছর ২৫ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এক নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্মসনদসহ নথিপত্র হাইকোর্টে তলব
৩ বছর আগে
করোনায় চট্টগ্রামের শিল্পপতি মাহমুদ আলী’র মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ৭৩ হাজার ছাড়াল
মাহমুদ আলী রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান জানান, শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: স্বপরিবারে করোনায় আক্রান্ত এমপি নিজাম হাজারী
জানা গেছে, মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন মাহমুদ আলী রাতুল। নমুনা পরীক্ষায় গত ৩০ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার বাসায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: টিকা নেয়া সিরাজগঞ্জ ১ আসনের এমপি জয় ফের করোনায় আক্রান্ত
মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এর আগে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদে ছিলেন তিনি।
মাহমুদ আলী রাতুল তার নিজ উপজেলা হাতিয়ায় অসংখ্য স্কুল, কলেজ ও ধর্মীয় অবকাঠামো প্রতিষ্ঠান করেছেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ মোস্তফা আলী দুলালের ছোট ভাই তিনি। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩ বছর আগে