জমি নিয়ে সংঘর্ষ
নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পরিবারের সংঘর্ষে ৪০ বছরের এক ব্যক্তি নিহত এবং নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আকতার মিয়া উপজেলার গুনিয়াউকের মৃত খুরশেদ আলীর ছেলে৷
আরও পড়ুন: নড়াইলে ভাঙচুর: গ্রেপ্তার যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাকবিতণ্ডা থেকে দুই পরিবারের সদস্যরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
তিনি জানান, আহতদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ বছর আগে
ফেঞ্চুগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
সিলেটের ফেঞ্চুগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পিঠাইটিকর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নাহিদ (১৮) ওই গ্রামের আলতার হোসেনের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পার্ক থেকে যুবকের লাশ উদ্ধার
এলাকাবাসীর বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, বেশ কয়েকদিন থেকে নুরুল মিয়া ও আলতার হোসেনের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দু’পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে নুরুল ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত নাহিদকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে বৃহস্পতিবার জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৬ জন।
৪ বছর আগে