জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পরিবারের সংঘর্ষে ৪০ বছরের এক ব্যক্তি নিহত এবং নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আকতার মিয়া উপজেলার গুনিয়াউকের মৃত খুরশেদ আলীর ছেলে৷
আরও পড়ুন: নড়াইলে ভাঙচুর: গ্রেপ্তার যুবকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাকবিতণ্ডা থেকে দুই পরিবারের সদস্যরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
তিনি জানান, আহতদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।