হংকং
মার্কিন রাষ্ট্রদূতকে সতর্ক করলো হংকংয়ের বেইজিং অফিস
একজন চীনা কূটনীতিক হংকংয়ে নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলকে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছেন।
তিনি বলেছেন যে, মার্কিন কনসাল জেনারেলের কর্মকাণ্ডে তার শহরের স্বাধীনতা নষ্ট হচ্ছে এবং তিনি তাকে রাজনীতির ‘চূড়ান্ত সীমা’ লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছেন।
মার্কিন কনসাল জেনারেল গ্রেগরি মে গত মাসে একটি ভিডিও বক্তৃতা দিয়েছিলেন, যেখানে তিনি হংকং-এর ক্রমহ্রাসমান স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে একটি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এর খ্যাতি আন্তর্জাতিক মান ও আইনের শাসন মেনে চলার ওপর নির্ভর করে।
হংকংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে কার্যালয়ের কমিশনার লিউ গুয়াংইয়ুয়ান সম্প্রতি তার ‘অনুপযুক্ত’ কথা ও কাজের বিষয়ে আপত্তি জানাতে মে-এর সঙ্গে দেখা করেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রশ্নের উত্তরে তার অফিস বলেছে, ‘লিউ হংকংয়ে মার্কিন কনসাল জেনারেল এবং মার্কিন কনস্যুলেট জেনারেলের জন্য তিনটি চূড়ান্ত সীমাও নির্ধারণ করে দিয়েছেন। এগুলো হলো- চীনের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করবে না, হংকংয়ে রাজনৈতিক অনুপ্রবেশে জড়িত হবেনা এবং হংকংয়ের উন্নয়নের সম্ভাবনার বিষয়ে মিথ্যা তথ্য ছড়াবে না বা ক্ষতি করবে না।’
অফিস আরও বলেছে, লিউ মে-কে কূটনৈতিক নৈতিকতা মেনে চলারও আহ্বান জানান।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কনস্যুলেটের এক মুখপাত্র বলেছেন, তারা সাধারণত ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে মন্তব্য না করলেও, হংকংয়ের স্বায়ত্তশাসনের অবক্ষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে প্রকাশ করতে তারা দ্বিধা করবে না।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান চীনের
মে, ইউএস সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে তার ভাষণে চীনের আইনসভার একটি সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন।
যাতে হংকংয়ের নির্বাহী শাখা সিদ্ধান্ত নিতে পারে যে বিদেশি আইনজীবীরা শহরের জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত হতে পারবে কিনা।
শহরের শীর্ষ আদালত গণতন্ত্রপন্থী প্রকাশক জিমি লাইকে তার প্রতিনিধিত্ব করার জন্য একজন ব্রিটিশ আইনজীবী নিয়োগের অনুমতি দেয়ার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কারণ তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে।
লিউয়ের কার্যালয় মে-কে হংকংয়ে আইনের শাসন এবং স্বাধীনতার বিরুদ্ধে অপবাদ দেয়ার জন্য অভিযুক্ত করেছে। কেননা তিনি বেইজিংয়ের আইনি সিদ্ধান্ত এবং হংকংয়ের শাসন ব্যবস্থায় অন্যান্য পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য গণতন্ত্র চর্চাকারী দেশগুলো প্রাক্তন এই ব্রিটিশ উপনিবেশের রাজনৈতিক স্বাধীনতার ওপর চীনের আধিপত্যের সমালোচনা করেছে।
প্রযুক্তি ও বাণিজ্য, মানবাধিকার, তাইওয়ানের বিরুদ্ধে হুমকি এবং দক্ষিণ চীন সাগরে চীনের দাবিসহ যেসব সমস্যা বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্ককে চূড়ান্ত খারাপ করে তুলেছে হংকং তার মধ্যে অন্যতম।
আরও পড়ুন: দেশের আকাশসীমায় ১০টিরও বেশি মার্কিন বেলুন উড়েছে: চীন
চীনের বেলুন গোয়েন্দা সংকেত সংগ্রহ করতে সক্ষম: যুক্তরাষ্ট্র
১ বছর আগে
হংকংয়ে রেকর্ড ৪৯.৯ মিলিয়ন ডলারে গোলাপী হীরা বিক্রি
হংকংয়ে নিলামে একটি গোলাপী হীরা ৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। শুক্রবার বিক্রি হওয়া হীরার প্রতি ক্যারেটের সর্বোচ্চ দামের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির হংকং ১১ দশমিক ১৫-ক্যারেটের উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হীরাটিকে নিলামে তোলে। যা ৩৯২ মিলিয়ন হংকং ডলারে (৪৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে) বিক্রি হয়েছে।
দুটি কিংবদন্তি গোলাপী হীরা থেকে এর নাম উইলিয়ামসন পিঙ্ক স্টার রাখা হয়েছে। প্রথমটি হল ২৩ দশমিক ৬০-ক্যারেট উইলিয়ামসন হীরা যা ১৯৪৭ সালে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথকে বিয়ের উপহার হিসেবে উপহার দেয়া হয়েছিল এবং দ্বিতীয়টি ৫০ দশমিক ৬০-ক্যারেটের পিঙ্ক স্টার হীরা, যা ২০১৭ সালে নিলামে রেকর্ড ৭১ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
উইলিয়ামসন পিঙ্ক স্টার নিলামে উপস্থিত হওয়া দ্বিতীয় বৃহত্তম গোলাপী হীরা। রঙিন হীরাগুলোর মধ্যে গোলাপী হীরা সবচেয়ে বিরল ও মূল্যবান।
ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড (৭৭) জানান, এটি একটি অভূতপূর্ব ফলাফল, দুর্বল অর্থনীতির মধ্যেও শীর্ষ হীরার এত বেশি দামে বিক্রি হওয়াটা এর দুস্প্রাপ্যতা প্রমাণ করে।’
তিনি আরও জানান,‘বিশ্বের কিছু উচ্চ মানের হীরার দাম গত ১০ বছরে দ্বিগুণ হয়েছে।’
২ বছর আগে
এবার হংকংয়ের ‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড‘ জিতলো রেহানা মরিয়ম নূর
এবার আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত দেশের বহুল আলোচিত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ ‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ জিতে নিলো।
সোমবার আনুষ্ঠানিকভাবে এ উৎসবের জুরি বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার বিজয়ী হিসাবে এই চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে।
এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য চলচ্চিত্রগুলো হলো - ব্যালাড অব আ হোয়াইট কাউ (ইরান), কোস্টা ব্রাভা (লেবানন), কিম মিন-ইয়ং অব দ্য রিপোর্ট কার্ড (দক্ষিণ কোরিয়া), ইনক্রিজিং ইকো (তাইওয়ান), শাঙ্কারস ফেইরি (ভারত) এবং হোয়াইট বিল্ডিং (কম্বোডিয়া)।
মনোনয়নের বিষয়ে উৎসবের জুরি বোর্ড বলেছে, `রেহানা মরিয়াম নূর স্পষ্টভাবে একটি ক্লাস্ট্রোফোবিক এবং নিপীড়নমূলক পরিবেশ তৈরি করেছে যেখানে একজন ব্যক্তিকে তার বিবেক-বুদ্ধির প্রান্তে ঠেলে দেয়া হয়। হ্যান্ডহেল্ড ক্যামেরায় ধারণকৃত গতিশীল কিছু দৃশ্যের মাধ্যমে সৃষ্ট সিনেমাটোগ্রাফি, দর্শককে প্রধান চরিত্রের কঠিন মানসিক বাস্তবতা বুঝতে সাহায্য করেছে।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয়কারীর অভিনয়ের প্রশংসা করে জুরি বোর্ড বলেছে, আজমেরী হক বাঁধনের দুর্দান্ত অভিনয়ের কারণে তার চরিত্রের উচ্চতা অনেক বেড়ে গেছে। তার অভিনয়ে তীব্র মানসিক সঙ্কট বাস্তব হয়ে ফুটে উঠেছে। চরিত্রটি ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ে অবিচল।’
আরও পড়ুন: ১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
সম্প্রতি চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এ ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ পেয়েছেন। এছাড়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ‘সেরা অভিনেত্রী’ বিভাগে পুরস্কার জিতেছেন।
গত শুক্রবার (১২ নভেম্বর) চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। বর্তমানে সারাদেশে সফলভাবে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।
২০২১ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে প্রদর্শিত হওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে মনোনীত এটি প্রিমিয়ারে ব্যাপক প্রশংসিত হয়।
কানের পরে রেহানা মরিয়ম নূর একে একে মেলবোর্ন, বুসান এবং লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়। চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি চলচ্চিত্র হিসাবে আসন্ন অস্কার ২০২২-এর জন্য মনোনীত হয়েছে।
আরও পড়ুন: ‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
আমেরিকার প্রেসকট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অমিতাভ রেজার 'রিকশা গার্ল'
৩ বছর আগে
স্টার্টআপ ইকোসিস্টেমে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে হুয়াওয়ে
স্টার্টআপ কোম্পানি ও সংস্থা সমূহের সহায়তায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে হুয়াওয়ে। সম্প্রতি সিঙ্গাপুর ও হংকংয়ে একযোগে অনুষ্ঠিত হওয়া স্পার্ক ফাউন্ডার্স সামিটেরর উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানায়, এ বিনিয়োগটি হবে তাদের স্পার্ক প্রোগ্রামের মাধ্যমে, যার লক্ষ্য হবে আগামী তিন বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করা।
হুয়াওয়ে ২০২০ সাল থেকে সিঙ্গাপুরকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম স্টার্টআপ হাব তৈরিতে সহায়তা করে আসছে এবং গত এক বছরে এ অঞ্চলের অনেক দেশেই এ কর্মসূচি সম্প্রসারণ করেছে।
সামিটে হুয়াওয়ে জানায়, তাদের এ কর্মসূচিটি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে চারটি অতিরিক্ত স্টার্টআপ হাব গড়ে তোলার দিকে আলোকপাত করবে, যার লক্ষ্য হবে স্পার্ক এক্সিলারেটর প্রোগ্রামে মোট ১ হাজার স্টার্টআপ নিযুক্তকরণ করা, যার মধ্যে ১০০টি স্টার্টআপ হবে স্কেলআপ।
হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সদস্য ক্যাথরিন চেন সামাজিক অগ্রগতির জন্য স্টার্টআপের গুরুত্ব এবং স্টার্টআপের সহায়তায় হুয়াওয়ে কী করছে তা উল্লেখ করে বলেন, ‘আমরা সবাই জানি স্টার্টআপ ও এসএমই কতোটা গুরুত্বপূর্ণ। এরা আমাদের যুগের উদ্ভাবক, পরিবর্তনকারী এবং পথিকৃৎ। বিশ্বের দুই-তৃতীয়াংশ কর্মসংস্থানই এ প্রতিষ্ঠানগুলোতে, এরা দুই-তৃতীয়াংশ নতুন চাকরির সুযোগ তৈরি করে এবং বৈশ্বিক জিডিপির প্রায় ৫০ শতাংশ এখান থেকেই আসে।’
পড়ুন: রিয়েলমি নিয়ে এল দ্রুত ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সল্যুশন 'ম্যাগডার্ট’
ডিজিটাল দক্ষতা বিষয়ে ইউসিবির কর্মশালা
তিনি বলেন, ‘৩৪ বছর আগে হুয়াওয়ে ছিল মাত্র ৫ হাজার ডলারে নিবন্ধিত মূলধনের একটি স্টার্টআপ। সম্প্রতি, আমরা ভাবছি কীভাবে আমরা আমাদের অভিজ্ঞতা ও রিসোর্স দিয়ে আরও স্টার্টআপের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তায় করতে পারি। এতে তারা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে তৈরি হওয়া সুযোগগুলোকে কাজে লাগিয়ে ব্যবসায়িক সাফল্য অর্জন এবং বিশ্বের জন্য আরও উদ্ভাবনী পণ্য ও সমাধান বিকাশে কাজ করতে পারবে।’
হুয়াওয়ের ক্লাউড বিজনেস ইউনিটের সিইও ঝ্যাং পিং'আন বলেন, ‘২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে হুয়াওয়ে ক্লাউড বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ক্লাউড, এটি অগণিত স্টার্টআপের প্রবৃদ্ধিকে চালিত করেছে। গত বছর আমরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্পার্ক প্রোগ্রাম চালু করেছি। এ কর্মসূচির মাধ্যমে আমরা স্থানীয় সরকার, নেতৃস্থানীয় ইনকিউবেটর, সুপরিচিত ভিসি ফার্ম এবং শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করে অনেক অঞ্চলে স্টার্টআপের জন্য সহায়তা প্ল্যাটফর্ম তৈরি করছি। এখন আমাদের কর্মসূচিতে ৪০টি স্টার্টআপ অংশগ্রহণ করছে।’
হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট জেফারি লিউ বলেন, ‘গত দুই দশক ধরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের প্রতিশ্রুতি অপরিবর্তিত রয়েছে।’
তিনি বলেন, ‘হুয়াওয়ের গ্লোবাল কাস্টমার বেস ও ফুল-স্ট্যাক টেকনোলজিকে কাজে লাগিয়ে স্পার্ক প্রোগ্রাম আগামী তিন বছরে এ অঞ্চলে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি বেশি বিনিয়োগ করবে এবং একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম নির্মাণে ও ডায়নামিক অঞ্চলের জন্য নতুন মান তৈরি করতে সামগ্রিক সহায়তা প্রদান করবে।’
অনুষ্ঠানে হুয়াওয়ে স্টার্টআপ সম্পর্কিত আরও তিনটি উদ্যোগ চালু করে। সেগুলো হলো: দ্য স্পার্ক ডেভেলপার প্রোগ্রাম, যার লক্ষ্য হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে হুয়াওয়ে ক্লাউড দ্বারা চালিত একটি ডেভেলপার ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করা, দ্য স্পার্ক পিটস্টপ প্রোগ্রাম, যা পণ্য উন্নয়নকে ত্বরান্বিত করতে হুয়াওয়ে ক্লাউডে অনবোর্ড ও স্টার্টআপগুলোকে সহায়তার জন্য তৈরি করা হয়েছে এবং দ্য স্পার্ক ইনোভেশন প্রোগ্রাম (এসআইপি), যা স্পার্ক স্টার্টআপ ইকোসিস্টেমের মাধ্যমে এন্টারপ্রাইজ উদ্ভাবনকে সহজতর করতে সহায়তা করে।
পড়ুন: আস্থা অর্জনে অপোর ট্রাস্টিওর্দি ক্যাম্পেইন
স্পার্ক ফাউন্ডার্স সামিটে এশিয়ার স্বনামধন্য স্টার্টআপ, অ্যাকাডেমিয়া, বিভিন্ন খাত ও সরকার এবং মিডিয়ার প্রতিনিধিরা সহ ৫০ জনেরও বেশি আঞ্চলিক ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং ৩০০টিরও বেশি স্টার্টআপের প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন। এতে স্টার্টআপ ইকোসিস্টেমের সামাজিক মূল্য এবং স্থানীয় কমিউনিটিতে অবদান রাখার ক্ষেত্রে এবং আর্থ-সামাজিক উন্নয়নে স্টার্টআপ কীভাবে প্রযুক্তিগত ও ইকোসিস্টেম উদ্ভাবনকে উৎসাহিত করতে পারে সে ব্যপারে আলোচনা করা হয়েছে।
৩ বছর আগে
মাও সেতুংয়ের চুরি হওয়া ক্যালিগ্রাফি কাটা অবস্থায় উদ্ধার
সাবেক চীনা নেতা মাও সেতুংয়ের কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি ক্যালিগ্রাফি স্ক্রল গত মাসে হংকংয়ে চুরি হওয়ার পর কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৪ বছর আগে
হংকংয়ের মিডিয়া শিল্পপতি জিমি লাই গ্রেপ্তার
বিদেশি শক্তির সাথে যোগসাজশ থাকার সন্দেহে জাতীয় নিরাপত্তা আইনে সোমবার সকালে মিডিয়া শিল্পপতি জিমি লাইকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।
৪ বছর আগে
ক্রুজ জাহাজে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত
জাপানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নোঙর করা দুটি যাত্রীবাহী জাহাজের একটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দশজন অসুস্থ হয়ে পড়েছেন।
৪ বছর আগে
করোনাভাইরাস: ফিলিপাইনের পর এবার হংকংয়ে ১ম মৃত্যু
করোনাভাইরাসের সংক্রমণস্থল চীনের বাইরে ফিলিপাইনের পর এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
৪ বছর আগে
হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থন বিলে ট্রাম্পের সই
হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্রপন্থী কর্মীদের সমর্থনের লক্ষ্যে বুধবার দুটি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ বছর আগে
হংকং বিক্ষোভকারীদের সিনহুয়া কার্যালয়ে ভাঙচুর
হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে এ প্রথমবারের মতো বিক্ষোভকারীরা চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার হংকং কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভেঙে দিয়েছেন।
৫ বছর আগে