হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে এ প্রথমবারের মতো বিক্ষোভকারীরা চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার হংকং কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভেঙে দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হামলা পরবর্তী দৃশ্যে দেখা যায় হংকংয়ের ওয়ান চাই জেলায় সিনহুয়ার কার্যালয়ের বারান্দায় আগুন জ্বলছে, জানালা ভেঙে আছে এবং দেয়াল জুড়ে গ্রাফিতি এঁকে দেয়া হয়েছে। হামলার সময় ভবনটিতে মানুষজন ছিল কি না তা পরিষ্কার নয়। বিক্ষোভকারীদের মাঝে বেইজিংবিরোধী ক্ষোভ তৈরি হওয়ায় তারা চীনের মূল ভূখণ্ডের সাথে সম্পর্ক থাকা বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু করছে।
এদিকে, শনিবার বিক্ষোভকারীরা ওই এলাকায় পুলিশের ওপর পেট্রলবোমা মারলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে।