নৌকা বাইচ
ব্রহ্মপুত্রে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে গ্রাম-বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে নদীর পাড়ে দর্শনার্থীদের ঢল নেমেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামের ধরলায় নৌকা বাইচে ব্যতীক্রমী পুরস্কার
বালাসীঘাটে বালাসী যুব সমাজ এবং ফুলছড়ি নৌকা বাইচের আয়োজন করেন। নৌকা বাইচ দেখতে গাইবান্ধাসহ উত্তরজনপদের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ উপভোগ করেন। খেলা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা।
এই নৌকা বাইচে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, সাঘাটা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার দল অংশ নেয়। এছাড়া রংপুরের সোনারতরী, সাঘাটার মায়ের দোয়া, জামালপুরের শেরেবাংলা, ফুলছড়ির বালাসী তুফান, বকসীগঞ্জের গাজী সৈনিক, সরিয়াকান্দির যমুনা এক্সপ্রেসসহ ৭টি বাইচ দল অংশ নেয়। বাইচে রংপুরের সোনারতরী বাইচ দল বিজয়ী হয়। চ্যাম্পিয়ন হয় জামালপুরের বাইচ দল শেরেবাংলা।
আরও পড়ুন: কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়
২ মাস আগে
প্রধানমন্ত্রীর জন্মদিনে নৌকা বাইচের আয়োজন করবে বিআইডাব্লিউটিএ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নৌকা বাইচের আয়োজন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়৷
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকার মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যান প্রধান সড়কের শেষ প্রান্তে তুরাগ নদে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য মো. সাদেক খান, সংসদ সদস্য আগা খান মিন্টু এবং নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, সুরমা, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, ডাকাতিয়া, বংশী ও বালু নদের নামে মোট ১২টি দল বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়
তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
১ বছর আগে
কুড়িগ্রামে নৌকা বাইচ, হাজারো মানুষের ভিড়
কুড়িগ্রামে ধরলা ব্রিজ পাড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পাড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে নৌকা বাইচ খেলা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছে নানান বয়সী ও বিভিন্ন পেশার মানুষজন।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
খেলার আয়োজক কমিটি জানান, এ নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২২টি নৌকা অংশ নেয়। তিনদিনব্যাপী এ খেলায় প্রথম পুরস্কার একটি মহিষ, দ্বিতীয় পুরস্কার গরু এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ।
নৌকাবাইচ দেখতে আসা মো. ফেরদৌস মিয়া বলেন, দীর্ঘ সাত বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা চালু হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।
আরও পড়ুন: তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
১ বছর আগে
গাইবান্ধায় ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহিমাগঞ্জের বাঙ্গালী নদে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৪টি নৌকা অংশ গ্রহণ করেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা
প্রতিযোগিতাটি উপভোগ করতে গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদীর তীর জনস্রোতে সৃষ্টি হয়। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা বাঙ্গালীর দুই পাড় কানায় কানায় ভরে যায়।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেএম জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান. উপজেলা স্বেচ্ছা সেবকলীগের হামিদুল ইসলাম সহ অন্যরা।
জানা যায়, ৫দিনের নৌকা বাইচ শেষে বিজয়ী দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি খাসি পুরস্কার হিসেবে দেয়া হবে।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
২ বছর আগে
মধুমতি নদীতে নৌকাবাইচ, দুই তীরে মানুষের মিলনমেলা
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একে কেন্দ্র করে নদী দুই পাড়ে দূরদূরন্ত থেকে আসা শিশু থেকে শুরু করে নানা বয়সের উৎসুক দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার দুপুর ১টার দিকে নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে এই নৌকা বাইচের নাম দেয়া হয়।
আরও পড়ুন: সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
জানা গেছে, বাগেরহাট, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকার মোট সাতটি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। মধুমতি নদীর আস্তাইল এলাকা থেকে মোল্লাহাট সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে চলে বাইচ প্রতিযোগিতা। চারটি ছোপের (রাউন্ড) মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় বিজয়ী নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মো. দিদারুল আলমের ভাইভাই জলপরী বাইচ দল এবং রানার্সআপ হয়েছে মো. ইকবাল হোসেনের দুই ভাই জলপরী বাইচ দল। প্রতিযোগিতায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ফ্রিজ এবং অংশ নেয়া সবকটি বাইচদলের হাতে টেলিভিশন তুলে দেয়া হয়।
৩ বছর আগে
সিলেটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
সিলেট, ৩ সেপ্টেম্বর (ইউএনবি)- সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার চেঙ্গের খাল নদীতে বৃহস্পতিবার এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা।
প্রতিযোগিতায় ১০টি নৌকার মধ্যে জৈন্তাপুর উপজেলার 'ছাতার খাই' নৌকা প্রথম হয়।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ১৫ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ: পররাষ্ট্রমন্ত্রী
আর দ্বিতীয় হয়েছে গোয়াইনঘাট উপজেলার 'লেংগুরা'। তৃতীয় হয়েছে জৈন্তাপুর উপজেলার ‘দক্ষিণ কাঞ্চন’।
প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্লাত আহমদ চৌধুরী।
আরও পড়ুন: সিলেটে স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতার পদত্যাগ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
৩ বছর আগে
ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
মানিকগঞ্জ, ১৪ অক্টোবর (ইউএনবি)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
৫ বছর আগে