সিলেট, ৩ সেপ্টেম্বর (ইউএনবি)- সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার চেঙ্গের খাল নদীতে বৃহস্পতিবার এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা।
প্রতিযোগিতায় ১০টি নৌকার মধ্যে জৈন্তাপুর উপজেলার 'ছাতার খাই' নৌকা প্রথম হয়।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ১৫ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ: পররাষ্ট্রমন্ত্রী
আর দ্বিতীয় হয়েছে গোয়াইনঘাট উপজেলার 'লেংগুরা'। তৃতীয় হয়েছে জৈন্তাপুর উপজেলার ‘দক্ষিণ কাঞ্চন’।
প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনু মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্লাত আহমদ চৌধুরী।
আরও পড়ুন: সিলেটে স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতার পদত্যাগ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।