ধলেশ্বরী নদী
ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নিখোঁজ
বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে ১১ বছর বয়সী মেয়ে রাফা আক্তারকে সাঁতার শেখার একপর্যায়ে নদীর পানিতে হঠাৎ ডুবে নিখোঁজ হয় মেয়ে।
তাকে উদ্ধারচেষ্টার সময় বাবাও নিখোঁজ হয়েছেন। বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নিখোঁজের পরদিন প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রাফা জামালপুর গ্রামের মহিদুর রহমানের (৫০) মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মহিদুর পেশায় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফাকে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর। প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টার একপর্যায়ে বোতলের মুখ খুললে এর ভেতরে পানি ঢুকে যায়। ফলে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা নিখোঁজ হন।
খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। সবশেষ তথ্যানুযায়ী তাদের সন্ধান পাওয়া যায়নি।
ডুবুরি দলের নেতা দেওয়ান মো. জাহিদুর রহমান বলেন, বাবা ও মেয়েকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: রাতে নিখোঁজ, সকালে ঘরের পেছন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
১ মাস আগে
ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবি
মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সাড়ে সাত হাজার বস্তা সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। শনিবার ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনার পর চালকসহ বাল্কহেডের সকলেই তীরে উঠতে সক্ষম হয়েছে।
প্রথমে চালকসহ তিনজন তীরে উঠে যায়। কিন্তু লস্কর নুরুল ইসলাম (৪৫) ও মিস্ত্রী শরিফুল ইসলামকে (২৮) পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এরই মধ্যে খবর আসে তারা সাঁতরে একটি লঞ্চে উঠে সদর ঘাট হয়ে এক আত্মীয়ের বাসায় রয়েছে। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে এখন বাল্কহেডটি ধলেশ্বরীর ৫০ ফুট গভীরে তলিয়ে আছে।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ঢাকার সদরঘাটমুখী এমভি জাহিদ-৩ লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী বাল্কহেড ৫জনসহ ‘চার ভাই-৬’ ধলেশ্বরী নদীতে ডুবে যায়। পরে তীরে উঠা সুকানি সুফিয়ান মিয়া, লস্কর বিল্লাল হোসেন ও লস্কর জুয়েল রানা জানান, তাদের আরও দুই স্টাফ নিখোঁজ রয়েছে। একারণেই উদ্ধার অভিযান চলে। তবে তাদের খোঁজ পাওয়ার পরই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। তিনি জানান, মুন্সীগঞ্জের চরমুক্তারপুরের ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট ভর্তি করে বাল্কহেডটি পাবনার নগরবাড়ি যাচ্ছিল।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত
মুন্সীগঞ্জে স্কুলশিক্ষক খুন
২ বছর আগে
ধলেশ্বরীতে ট্রলারডুবি: ১০ যাত্রী নিখোঁজ
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মতলা ঘাট এলাকার ধলেশ্বরী নদীতে বুধবার সকালে ট্রলারডুবির ঘটনায় অন্তত ১০ যাত্রী নিখোঁজ হয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বুধবার সকালে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত একটি ট্রলার ধর্মগঞ্জ ঘাটে আসার সময় মাঝ নদীতে প্রচণ্ড কুয়াশার কারণে ঢাকা থেকে বরিশালগামী অজ্ঞাত লঞ্চের সঙ্গে মুখমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় ট্রলারডুবি: ২ যাত্রী নিখোঁজ
তিনি জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নিখোঁজ যাত্রীদের উদ্ধার ও তাদের পরিচয় জানার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ইউএনবিকে বলেন, অনেক যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। ‘তবে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের পাঁচ ডুবুরি উদ্ধার কাজ পরিচালনা করছেন।’
আরও পড়ুন: ভোলায় ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ ট্রলারডুবি, নিহত ১
২ বছর আগে
নদী দূষণ: ধলেশ্বরীতে ভেসে উঠছে নানা প্রজাতির মাছ
সাভারে ধলেশ্বরী নদীতে সোমবার সকাল থেকে নানা প্রজাতির মাছ ভেসে উঠছে। শত শত মানুষ নদীতে নেমে অনায়াসে মাছ ধরছে।
৩ বছর আগে
ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: বসত-বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন
ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কোথাও কোথাও ১৩০ থেকে ১৪০ ফুট গভীরতা সৃষ্টি হয়েছে। এতে বন্যার স্রোতে কাছাকাছি থাকা ১৪৫টি বসত-বাড়ি ও ৬০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
৪ বছর আগে
ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হলো আরেক প্রকৌশলীর লাশ
নিখোঁজ প্রকৌশলী জিসানের লাশের পর এবার অপর প্রকৌশলী লিখন সরকারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
৪ বছর আগে
ধলেশ্বরী নদী থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ প্রকৌশলীর লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে
ধলেশ্বরীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
মানিকগঞ্জ, ১৪ অক্টোবর (ইউএনবি)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে ধলেশ্বরী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
৫ বছর আগে