জাতিসংঘ প্রধান
নারীদের জমির মালিকানায় আইনি বাধা দূর করুন: জাতিসংঘ প্রধান
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নারীদের জমির মালিকানায় আইনি বাধা দূর করতে এবং নীতিনির্ধারণে তাদের সম্পৃক্ত করার জন্য সব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৭ জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় তাদের ভূমিকা পালন করতে নারী ও মেয়েদের সমর্থন করুন। এবং আসুন একসঙ্গে ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় বন্ধ করি।’
আরও পড়ুন: আসুন গর্ব করে ঘোষণা করি, আমরা নারীবাদী: গুতেরেস
জাতিসংঘ মহাসচিব বলেন, প্রাকৃতিক প্রক্রিয়ার তুলনায় ক্ষণস্থায়ী চাষাবাদ মাটিকে দ্রুত শতভাগ ক্ষয় করছে। ‘বেঁচে থাকার জন্য জমির উপর আমরা নির্ভরশীল। তবুও আমরা এটিকে ময়লা হিসাবে বিবেচনা করি।’
আরও পড়ুন: বন্যা: পাকিস্তানকে সাহায্য করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গুতেরেসের আহ্বান
তিনি আরও বলেছেন, আমাদের গ্রহের ভূমি এখন ৪০ শতাংশ পর্যন্ত অবক্ষয়িত, খাদ্য উৎপাদনকে বাধাগ্রস্ত করছে; জীববৈচিত্র্যের জন্য হুমকি; এবং জলবায়ু সংকটকে আরও জটিল করে তুলছে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করলেন আন্তোনিও গুতেরেস
৯২২ দিন আগে
মহাত্মা গান্ধীর মূল্যবোধ সবার মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাত্মা গান্ধীর মূল্যবোধ স্মরণ এবং একটি উন্নত, আরও শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার জন্য সংস্কৃতি ও সীমানা পেরিয়ে বিশ্বকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘আসুন আমরা এই পথে একসাথে, সংহতিতে, এক মানব পরিবার হিসাবে হাঁটি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অহিংস দিবস শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্মদিন হিসেবেই পালন না করে বরং শান্তির প্রতি তার মূল্যবোধ, শ্রদ্ধা, বিশেষ মর্যাদা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে৷’
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজনে বর্ধিত তহবিল চায় ঢাকা: জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী
গুতেরেস বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের বিশ্ব সেই মূল্যবোধগুলো মেনে চলছে না।’
তিনি বলেন, বিশ্ব ক্রমবর্ধমান সংঘাত ও জলবায়ু বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘দারিদ্র্য, ক্ষুধা এবং গভীরতর বৈষম্য। কুসংস্কার, বর্ণবাদ এবং ক্রমবর্ধমান ঘৃণামূলক বক্তব্য। এবং একটি নৈতিকভাবে দেউলিয়া বিশ্ব আর্থিক ব্যবস্থা যা দারিদ্র্য এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পুনরুদ্ধারকে বাধা দেয়।
জাতিসংঘ প্রধান জনগণের স্বাস্থ্য, শিক্ষা, উপযুক্ত চাকরি এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগের ওপর জোর দেন।
তিনি উন্নয়নশীল দেশগুলোকে সহয়াতা করার গুরুত্ব তুলে ধরে বলেন, তারা স্থিতিস্থাপক অবকাঠামো তৈরি করে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনসংখ্যাকে রক্ষা করে। একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তরকে ত্বরান্বিত করে।
জাতিসংঘ প্রধান বলেন, গান্ধীর জীবন এবং উদাহরণ আরও শান্তিপূর্ণ এবং সহনশীল বিশ্বের জন্য একটি চিরন্তন পথ নির্দেশ করে।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে সদস্য দেশগুলোকে তাগিদ দিয়েছে জাতিসংঘ: স্বাস্থ্যমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে বিশ্ব শান্তির ওপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী: মোমেন
১১৮০ দিন আগে
দুই অঞ্চলকে স্বীকৃতি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ প্রধান
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় রাশিয়ার উদ্যোগের সমালোচনা করে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। একই সাথে আঞ্চলিক অখণ্ডতা এবং মস্কোর এই পদক্ষেপ ‘শান্তিরক্ষার ধারণার বিকৃতি’ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
জাতিসংঘ প্রধান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমরা জাতিসংঘের শান্তিরক্ষীদের কৃতিত্বের জন্য গর্বিত, কিন্তু যখন এক দেশের সৈন্যরা অন্য দেশের ভূখণ্ডে তার সম্মতি ছাড়া প্রবেশ করে, যেমনটি রাশিয়ান বাহিনী করেছে, ‘তারা তা নয়। তারা নিরপেক্ষ শান্তিরক্ষী নয়-তারা মোটেও শান্তিরক্ষী নয়’ যেমনটি মস্কো করেছে।
গুতেরেস বলেন, রাশিয়ার একতরফা পদক্ষেপ জাতিসংঘের সনদের সাথেও ‘সাংঘর্ষিক’ এবং পূর্ব ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ‘মিনস্ক চুক্তির স্পষ্ট লঙ্ঘন’।
তিনি ‘এই সংকটময় মুহূর্তে’ অবিলম্বে যুদ্ধবিরতি, ‘সংযম এবং যুক্তি’ এবং এই বিপজ্জনক পরিস্থিতিকে দ্বারপ্রান্তে নিয়ে যাবে এমন পদক্ষেপ বা বিবৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
পড়ুন: ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপ
এদিকে, নতুন আইন পাশের মাধ্যমে ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে নিজেদের দখলকে সুরক্ষিত করার জন্য আরও একধাপ এগিয়ে গেল রাশিয়া। এই আইনের মাধ্যমে মস্কো ইউক্রেনে সেনা মোতায়েনের অনুমোদন পাবে। অন্যদিকে এই পদক্ষেপের কারণে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা।
রাশিয়ার এই নতুন আইন কোনো রকম বিচার-বিবেচনা ছাড়াই অনুমোদন দেয়া হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আশঙ্কা করছে এই আইনটি ইউক্রেনীয় ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য একটি অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে রাশিয়া। কেননা এর একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে।
সোমবার গভীর রাতে পুতিন ডিক্রিতে স্বাক্ষর করার পরপরই সাঁজোয়া বাহিনীর কনভয়কে বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চল জুড়ে ঘুরতে দেখা গেছে। তবে তারা রাশিয়ান কি না তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
পড়ুন: পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি রাশিয়ার, সেনা মোতায়েনের নির্দেশ
১৪০১ দিন আগে
করোনার ভ্যাকসিন নেবেন জাতিসংঘ প্রধান
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বুধবার বলেছেন, করোনার ভ্যাকসিন যখন পর্যাপ্ত হবে তখন তিনি তা প্রকাশ্যে গ্রহণ করবেন।
১৮৪১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান জাতিসংঘ প্রধানের
চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ ও সমর্থন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
১৮৯২ দিন আগে
বিশ্বকে মন্দা থেকে রক্ষার আহ্বান জাতিসংঘ প্রধানের
বিশ্বকে অর্থনৈতিক মন্দার কবল থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, খবর ইউএন নিউজ।
১৯১২ দিন আগে
মহামারিতে মৃতের সংখ্যাটি মনকে অসাড় করে দেয়ার মতো: জাতিসংঘ প্রধান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ লাখ প্রাণহাণিকে ‘মর্মান্তিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করে ‘এ রোগের বর্বরতা’ আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
১৯১৩ দিন আগে
জলবায়ুবান্ধব পর্যটন খাত পুনর্নির্মাণের আহ্বান জাতিসংঘ প্রধানের
পর্যটন খাতকে ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত’ হিসেবে অভিহিত করে এর স্থিতিশীল ও কার্বন-নিরপেক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই ও সবুজায়ন বিকাশে প্রত্যেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।
১৯৪৮ দিন আগে
বিশ্বব্যাপী যুবকদের জন্য সম্ভাব্য সবকিছু করুন: জাতিসংঘ প্রধান
যুবকরা যাতে নিরাপদ, সম্মান ও সুযোগপূর্ণ জীবন উপভোগ এবং তাদের দুর্দান্ত সম্ভাবনার পরিপূর্ণ ব্যবহার করতে পারে সে জন্য সবখানে সম্ভাব্য সবকিছু করতে নেতৃবৃন্দ ও বয়স্কদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
১৯৬১ দিন আগে