জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নারীদের জমির মালিকানায় আইনি বাধা দূর করতে এবং নীতিনির্ধারণে তাদের সম্পৃক্ত করার জন্য সব সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৭ জুন বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ষায় তাদের ভূমিকা পালন করতে নারী ও মেয়েদের সমর্থন করুন। এবং আসুন একসঙ্গে ২০৩০ সালের মধ্যে ভূমির অবক্ষয় বন্ধ করি।’
আরও পড়ুন: আসুন গর্ব করে ঘোষণা করি, আমরা নারীবাদী: গুতেরেস
জাতিসংঘ মহাসচিব বলেন, প্রাকৃতিক প্রক্রিয়ার তুলনায় ক্ষণস্থায়ী চাষাবাদ মাটিকে দ্রুত শতভাগ ক্ষয় করছে। ‘বেঁচে থাকার জন্য জমির উপর আমরা নির্ভরশীল। তবুও আমরা এটিকে ময়লা হিসাবে বিবেচনা করি।’
আরও পড়ুন: বন্যা: পাকিস্তানকে সাহায্য করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গুতেরেসের আহ্বান
তিনি আরও বলেছেন, আমাদের গ্রহের ভূমি এখন ৪০ শতাংশ পর্যন্ত অবক্ষয়িত, খাদ্য উৎপাদনকে বাধাগ্রস্ত করছে; জীববৈচিত্র্যের জন্য হুমকি; এবং জলবায়ু সংকটকে আরও জটিল করে তুলছে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করলেন আন্তোনিও গুতেরেস