কোভিড-১৯ টিকা
বিশ্বে করোনায় আক্রান্ত ২৮ কোটি ছুঁইছুঁই
বিভিন্ন দেশে ওমিক্রন আতঙ্কের মাঝে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ কোটির কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৫৬৯ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ৯৯ হাজার ৭৮১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭১৬ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ১৬ হাজার ৫৯৭ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৮ হাজার ৭০৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ৩৮ হাজার ২৯৭ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৯ হাজার ৬৮২ জনে।
এছাড়া রাশিয়া মোট আক্রান্তের সংখ্যা এক কোটি দুই লাখ ১৩ হাজার ২৬৫ জন এবং একই সময়ে মোট মৃতের সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনায় মৃত্যু বেড়েছে
বাংলাদেশ পরিস্থিতি
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ২৬৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জনে পৌঁছেছে।
এর আগে শনিবার একই সময়ে করোনায় একজনের মৃত্যু ও ২৭৫ জন শনাক্ত হয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
পড়ুন: করোনা মহামারির মধ্যে উদযাপিত হচ্ছে আরেকটি বড়দিন
বাংলাদেশে নিরাপদ ও কার্যকর টিকার প্রবেশাধিকার নিশ্চিত করা হবে: জাপান
২ বছর আগে
বিশ্বে করোনায় মৃত্যু ৫৩ লাখ ছাড়াল
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় মৃত্যু সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ২৩৬ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ এক হাজার ১৮৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৫৮৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৯৭ হাজার ১৭ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৮২ হাজার ৭৩৬ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ১২৮ জনে।
আরও পড়ুন: দেশে জিম্বাবুয়েফেরত ২ নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৭৭ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১২২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
আরও পড়ুন: ওমিক্রন: ৭ আফ্রিকান দেশের যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন
ওমিক্রন: দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা
দেশে ওমিক্রন শনাক্ত
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআরের) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই স্বাভাবিক আছেন। কারও কোন ধরণের জটিল উপসর্গ নেই।
তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন বলেও জানান ডা. আলমগীর। এর আগে ৬ ডিসেম্বর নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়।
২ বছর আগে
দেশে টিকার কোন সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী
দেশে টিকার কোন সংকট নেই উল্লেখ করে সবাই টিকা পাবেন বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘দেশের সকল নাগরিকই কোভিড-১৯ টিকা পাবেন। এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে।’
শনিবার সকাল ৯ টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি করপোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে’ ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধনকালে তিনি এসব বলেন।
আরও পড়ুন: সংকট মোকাবিলায় আসিয়ান নেতাদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান পররাষ্ট্রমন্ত্রীর
আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে। সামনে আরও প্রচুর টিকা দেশে আসবে।
‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র আরিফুল হক তিনি বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই কেন্দ্রে টিকা গ্রহণ করবেন। টিকা নিতে এসে যেন অসচেতনতাবসত করোনা সংক্রমণের কবলে কেউ না পড়েন।
আরও পড়ুন: আগামী সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী
সিসিকের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৩শ নাগরিকে টিকা দেয়া হবে । ৮ ও ৯ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি কেন্দ্রে ২শ জন নাগরিককে টিকা দেয়া হবে। সিসিকের এই কার্যক্রমে ১৬২ জন কর্মী কাজ করছেন।
৩ বছর আগে
রাশিয়া ও চীনের টিকা স্থানীয়ভাবে উৎপাদনের অনুমোদন দিল বাংলাদেশ
অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি বুধবার বাংলাদেশে রাশিয়া এবং চীনের কোভিড-১৯ টিকা উৎপাদনের প্রস্তাবকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, 'মন্ত্রিসভা রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের সুবিধার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।'
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
তিনি উল্লেখ করেন, সরকার রাশিয়া এবং চীন থেকে সরাসরি সংগ্রহ পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে টিকা উৎপাদনের প্রযুক্তি কিনবে। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রনালয়কে কোনও প্রতিযোগিতামূলক নিলাম মূল্য অনুসরণ করতে হবে না।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবটি রেখেছিল।
ড. শাহিদা আক্তার বলেন, রাশিয়ার স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্ম বিভিন্ন বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সুযোগ-সুবিধা এবং রসদ ব্যবহার করে বাংলাদেশে উত্পাদিত হবে।
তিনি বলেন, 'সভায় কোনও নির্দিষ্ট কোম্পানির নাম আলোচনা করা হয়নি। তবে নীতিগতভাবে একমত হয় যে রাশিয়া এবং চীন কর্তৃপক্ষ সুবিধাগুলি পরীক্ষা করবে এবং এরপর কে ভ্যাকসিন তৈরি করবে সে বিষয়টি ঠিক করা হবে।'
ভারতের সেরাম ইনস্টিটিউট কর্তৃক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞার পর রাশিয়া ও চীনের কোভিড-১৯ টিকা উৎপাদনের জন্য সরকারের পদক্ষেপের একদিনের মধ্যেই বিষয়টি সরকারের শীর্ষ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন: বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহে ২ সপ্তাহ সময় লাগবে: পররাষ্ট্রমন্ত্রী
মুস্তফা কামাল বলেন, যদিও বাংলাদেশ রাশিয়ান এবং চীনা ভ্যাকসিনের স্থানীয় উত্পাদন অনুমোদন করেছে, ভারত থেকে ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাবে।
তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা ভারত থেকে ভ্যাকসিন পাওয়ার আশা ছাড়িনি।'
৩ বছর আগে
ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী
চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি মঙ্গলবার সকালে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গি।
তিনি বিকাল ৩টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সাক্ষাত করবেন।
সফররত চীনের স্টেট কাউন্সিলর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথেও বৈঠক করবেন।
আরও পড়ুন: চীনা টিকার কার্যকারিতা কম, দেশটির কর্মকর্তাদের স্বীকারোক্তি
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালের নভেম্বরে চীন সফর করেছিলেন।
২০১৮ সালের ১৯ মার্চ চীনের কংগ্রেসে জেনারেল ফেঙ্গিকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।
কোভিড-১৯ টিকা নিয়ে চীনের সাথে আলোচনার সময়ে এই সফরটি হচ্ছে।
আরও পড়ুন: কোভিড ভ্যাকসিন সহায়তা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ, চীন: রাষ্ট্রদূত
এই মাসের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরবানও বাংলাদেশ সফর করেছেন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী ফেঙ্গি বেইজিংয়ের যাওয়ার আগে মঙ্গলবার ঢাকা থেকে শ্রীলঙ্কার কলম্বো যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ বছর আগে
কোভিড-১৯ টিকার সমবন্টন নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে বুধবার জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতের জন্য আবেদন জানিয়েছে কোভিড-১৯ টিকা সমবন্টনের লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো।
৩ বছর আগে
টিকা নিলেন জাফরুল্লাহ, প্রধানমন্ত্রীকেও নেয়ার আহ্বান
দেশব্যাপী টিকাদানের প্রথমদিনে কোভিড-১৯ টিকা নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
৩ বছর আগে
সিঙ্গাপুরে কোভিড-১৯ টিকা প্রয়োগের মহড়া শুরু
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে, ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিসের (এনসিআইডি) প্রথম ব্যাচ স্বাস্থ্যকর্মীদের বুধবার সকালে কোভিড-১৯ টিকা প্রয়োগের মহড়া শুরু হয়েছে।
৩ বছর আগে
কোভিড-১৯ টিকার কর্মসূচিতে প্রয়োজন তথ্যের স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা: বক্তারা
মহামারি করোনাভাইরাস বাংলাদেশে বিপুল আঘাত বয়ে এনেছে যেই আঘাতে রবিবার পর্যন্ত অন্তত পাঁচ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ৭,২৪২ জন।
৩ বছর আগে
বিজ্ঞানীদের মধ্যে আশা জাগাচ্ছে কোভিড-১৯ টিকা
পুরো বিশ্বকে স্তিমিত করে দেয়া কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে সব মানুষ আগামী বছর শেষ হওয়ার আগেই নিরাপদ এবং কার্যকর চিকিৎসা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন করোনার টিকা নিয়ে কাজ করা বিজ্ঞানীরা।
৩ বছর আগে