স্টার সিনেপ্লেক্স
আহমেদ রুবেলকে উৎসর্গ করা হয়েছে ‘পেয়ারার সুবাস’
সব প্রস্তুতিই হয়ে গিয়েছিল। ঘড়ির কাটায় সময় তখন বিকাল সাড়ে ৫টা। অতিথিরাও ততক্ষণে আসতে শুরু করেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’এর প্রিমিয়ার শো। সকলে বেশ আনন্দে নিজেদের মধ্যে কথা-বার্তা বলছেন।
ঠিক সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেলো, ‘পেয়ারা সুবাস’ সিনেমার অন্যতম মূল চরিত্রে অভিনেতা আহমেদ রুবেল আর নেই। কেন হলো, কীভাবে হলো সব জানতে আমাদের খানিকটা সময় পেছনে যেতে হবে।
সিনেমার পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক নূরুল আলম আতিক ও আহমেদ রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। রাজধানীর শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল।
আরও পড়ুন: আহমেদ রুবেলের বর্ণাঢ্য জীবন
পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে যেতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন। সিএনজিতে নেওয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিনেপ্লেক্সে ততক্ষণে শোকের ছায়া। দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলেই উপস্থিত সেখানে। সকলের মধ্যে দ্বিধা যে সিনেমাটি আজ দেখানো হবে কি না। পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে তখন জানান সিনেমা যেন দেখানো হয়। রুবেলকে শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্যে দিয়ে।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত দর্শকের কাছেও জানতে চান যে তারা আসলে সিনেমা দেখতে চান কি না। দর্শকরাও তখন জানান, সিনেমার মধ্যে দিয়ে শিল্পী রুবেলকে তারা শ্রদ্ধা নিবেদন করতে চান।
প্রথমে এক মিনিট নিরবতা পালন করে উপস্থিত সকলে। তারপর সবার মতামত সাপেক্ষেই প্রদর্শিত হয়ে ‘পেয়ারার সুবাস’। অভিনেতা রুবেলকে উৎসর্গ করা হলো ‘পেয়ারার সুবাস’।
আরও পড়ুন: আহমেদ রুবেল: একজন প্রথিতযশা অভিনয়শিল্পী
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেলো আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদেরকে শূন্য করে দিলো।’
তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজ দিয়েই। রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম তাইলে সিনেমাটা প্রদর্শিত হলেই আমি খুশি হতাম।’
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে সারা দেশ ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, তারেক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই।
৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি ও সহ-প্রযোজনায় চরকি।
আরও পড়ুন: অভিনেতা আহমেদ রুবেল আর নেই
৯ মাস আগে
দর্শকদের মালদ্বীপ ও কক্সবাজার যাওয়ার বিমান টিকেট দিচ্ছে স্টার সিনেপ্লেক্স!
সিনেমার দর্শকদের জন্য প্রায়শই চমকপ্রদ সব অফার দিয়ে থাকে স্টার সিনেপ্লেক্স। সম্প্রতি শরতের বিশেষ অফার হিসেবে তারা দিয়েছিল সিনেমা দেখে বিমানে ঢাকা-মালদ্বীপ-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের টিকেট জিতে নেয়ার সুযোগ।
৯ নভেম্বর, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে বলে জানান স্টার কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চট্টগ্রামে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। মোট পাঁচজন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
১ম পুরস্কার বিজয়ী হয়েছেন নাসরীন আক্তার। তিনি পাচ্ছেন ইউএস বাংলা’র সৌজন্যে দুইজনের জন্য ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের বিমান টিকেট।
২য় পুরস্কার বিজয়ী সিরাজুল ইসলাম রানা পাচ্ছেন ইউএস বাংলা’র সৌজন্যে দুইজনের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের বিমান টিকেট।
৩য় পুরস্কার বিজয়ী রাজিয়া রহমান জলি পাচ্ছেন ছয়টি মুভি ভাউচার, ৪র্থ পুরস্কার বিজয়ী চারটি মুভি ভাউচার ও ৫ম পুরস্কার বিজয়ী সমৃদ্ধ পাচ্ছেন দুটি মুভি ভাউচার।
সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।
সিনেমার দর্শকদের জন্য আকর্ষণীয় এই পুরস্কার সম্পর্কে তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। তাই দর্শকদের উৎসাহিত করার জন্য আমরা বছরজুড়ে নানারকম আয়োজন করে থাকি। শরতের এই অফারে আমরা দর্শকদের বিপুল সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শরৎ অফারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দর্শকদের মালদ্বীপে ট্রিপ জেতার সুযোগ
লুঙ্গি পরা দর্শক সামান আলী সরকারকে আমন্ত্রণ জানাল স্টার সিনেপ্লেক্স
২ বছর আগে
মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পর্দায় আজ (৪ নভেম্বর) মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। মুহাম্মদ কাইয়ুমের রচনা ও পরিচালনায় সিনেমাটি নির্মাণ হয়েছে ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন-সংগ্রামের গল্প নিয়ে।
সিনেমাটিতে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ নিয়ে হতাশায় ছিলেন নির্মাতা। কারণ সিনেমাটির জন্য প্রেক্ষাগৃহ না পাওয়া। অবশেষে স্টার সিনেপ্লেক্স সিনেমাটি প্রদর্শনের জন্য রাজি হয়। প্রতিদিন দুটি শোর একটি শুরু হবে বেলা ১১টায় এবং দ্বিতীয় শো বিকাল সাড়ে ৪টায়। সিনেমাটি দেখানো হবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
নির্মাতা মুহাম্মদ কাইয়ুম বলেন, ‘সিনেমাটি প্রদর্শনের জন্য ঢাকা ও ঢাকার বাইরেও হল মালিকরা আগ্রহী হননি। অবশেষে স্টার সিনেপ্লেক্স আমাদের পাশে দাঁড়ায়। দর্শকদের আহ্বান জানাব সিনেমা দেখতে আসার। তাদের উৎসাহ পেলে সিনেমাটির প্রদর্শনী আরও বাড়বে আশা করি।’
আরও পড়ুন: প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’
ক্যাটরিনার স্বামী ভিকি’র ওপর গোয়েন্দাগিরি করতে চান সালমান খান!
প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
২ বছর আগে
শরৎ অফারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দর্শকদের মালদ্বীপে ট্রিপ জেতার সুযোগ
দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্য বিশেষ একটি শরৎ অফার নিয়ে এসেছে, এই সিনেমা হলের দর্শকদের ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের টিকিট জেতার সুযোগ করে দিচ্ছে।
বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীরা দুদিনে ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের টিকেট পাবেন।
আরও পড়ুন: স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে টিকিটটি দেয়া হবে, এবং এই আকর্ষণীয় অফারটি স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় যেকোনো সিনেমা দেখে উপভোগ করা যাবে।
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, দর্শকরা স্টার সিনেপ্লেক্সের প্রাণ। দর্শকদের কথা বিবেচনা করে আমরা নানারকম পদক্ষেপ নিয়ে থাকি; দর্শক যত বেশি সিনেমা দেখবে, দেশের চলচ্চিত্র শিল্প ততো বড় হবে।’
আরও পড়ুন: রূপালি গিটারের জাদুকর কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন
দর্শকদের সিনেমা দেখতে উৎসাহিত করার জন্য আমরা প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি এবং মৌসুমী অফার ঘোষণা করি। গত
জুন মাসে আমরা আমাদের ‘ক্রেজি সামার অফার’ মাধ্যমে একজনকে বিজয়ীদের ঘোষণা করেছি এবং প্রথম পুরস্কার হিসেবে তখন কক্সবাজারের হোটেল সায়মন-এ এক রাত থাকা এবং বিমানে আসা-যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সারা বছর আমাদের এমন অনেক ইভেন্ট থাকেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এই অফারগুলো সম্পর্কে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিস্তারিত পাওয়া যাবে।
২ বছর আগে
লুঙ্গি পরা দর্শকটির সঙ্গে ‘পরান’ দেখবেন মিম
লুঙ্গি পরে এক দর্শক ‘পরান’ সিনেমা দেখতে হাজির হয়েছিলেন স্টার সিনেপ্লেক্সের মিরপুরে সনি স্কয়ার শাখায়। এ কারণে তার কাছে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়নি।
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন ‘পরান’-এর নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি দর্শকের ছবিটি প্রকাশ করেন লেখেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পড়েই পরাণ দেখবে আমার টিম সহ।’
অন্যদিকে এমন ঘটনায় দুঃপ্রকাশ করেছেন স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর উপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সবসময় স্বাগতম।’
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানায়, তার ঘটনার তদন্ত্য করছে। এমন ঘটনা যেন কখনও না ঘটে সেই প্রতিশ্রুতি দিয়েছে তারা।
পড়ুন: অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
ভিডিও নিয়ে বিতর্কের জবাব দিলেন তুষি
২ বছর আগে
আন্তর্জাতিক মুক্তির দিন ঢাকা প্রেক্ষাগৃহে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’
১৯৯৩ সালের ১১ জুন মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’। প্রাগৈতিহাসিক, অতিদানবীয়দের পর্দায় দেখে শিহরিত হয়েছিল সবাই। তার পর কেটে গেছে কমবেশি দু’দশক। একে একে মুক্তি পেয়েছে জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা। আর এবার আসতে চলেছে সিরিজের ৬ষ্ঠ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’।
কলিন ট্রেভরো পরিচালিত এ ছবির জন্য দীর্ঘদিন মুখিয়ে আছেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটছে এবার। আগামী ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে কাঙ্খিত ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই (সেন্সর সাপেক্ষে) ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের এই নতুন ছবি।
এবারের ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন এবং জেফ গোল্ডবাম প্রমুখ।
আরও পড়ুন: হুমকির পর সালমান খানের নিরাপত্তা জোরদার
পুরনো জুরাসিক পার্কের অনেক চরিত্রই নস্টালজিয়া সঙ্গে নিয়ে ফিরেছে এই শেষ অধ্যায়ে। এক সাক্ষাৎকারে পরিচালক কলিন ট্রেভোরো বলেছেন, প্রজন্মগত দৃষ্টিকোণ থেকে এই সিনেমাটি গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যে, চরিত্রগুলোকে এমন পরিস্থিতিতে ফেলতে সক্ষম হয়েছেন যেখানে তাদের আবার কেবল একসাথে বেঁচে থাকতে হবে না, তবে নিশ্চিত করুন যেন আমরা সবাই ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে না যাই।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিংডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন নিবাহী প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর শুটিং শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে, কোভিড-১৯ মহামারির কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। ২০২০ সালের জুলাই মাসে পুনরায় কাজ শুরু হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহের মতো ‘রিকশা গার্ল’
২ বছর আগে
স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো ছবি ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা এই ছবি বিশ্বব্যাপি ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে।এবারের ছবি ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন ছবির পরিচালক জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ।কিন্তু করোনার কারণে ছবিটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। অবশেষে আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।
গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা টম ক্রুজ। আগের ছবি শেষের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’।
আরও পড়ুন: শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগালএবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন ছবিতে তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। টম ক্রুজ ছাড়াও আগের ছবির অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে তিন দশকে এতটুকুও ফিকে হয়নি এই ছবির সিক্যুয়েল তারই প্রমাণ। ফের একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান রোদচশমায় রূপালি পর্দা কাঁপাতে আসছেন ‘টপ গান’ তারকা। সঙ্গে রয়েছে তাঁর ভুবন ভোলানো হাসি, যে হাসিতে কুপোকাত গোটা বিশ্বের লক্ষ নারী হৃদয়। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে নিতে যিনি সবচেয়ে বড় পারদর্শী অভিনেতা তিনি হলেন হলিউড তারকা টম ক্রুজ।সিনেমার নতুন ট্রেলারে তিনি আবারও দর্শকদের সেই টানটান উত্তেজনার ঝলক দেখালেন। এখানে টম ক্রুজকে সেই পুরনো দিনের রূপেই আবার পাওয়া গেছে। ট্রেলারটিতে বেশ কিছু চোখ ধাঁধানো বিমান উড্ডয়নের দৃশ্য রয়েছে। বারবার তাকে ফাইটার জেট বিমানের মধ্যেই দেখা গেছে। এগুলোর বেশিরভাগই বাস্তবে টম ক্রুজ নিজেই শুট করেছেন, কোন স্ট্যান্টম্যানের সাহায্য নেননি। তাকে এরকম ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে।সেখানেও কোন স্ট্যান্টম্যানের সাহায্য না নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেই অনেক দুধর্ষ সাহসিক দৃশ্যে কাজ করেছেন টম। তাই টম ক্রুজকে নিয়ে দর্শকদের কৌতুহল বরাবরই একটু বেশি। নতুন ‘টপ গান’-এ সেই কৌতুহল কতখানি মেটাতে পারবেন তিনি সেটাই এখন দেখার অপেক্ষা।
আরও পড়ুন: কান উৎসবে 'মুজিব' বায়োপিকের ট্রেলার উদ্বোধন
কান উৎসব ২০২২: উদ্বোধনী অনুষ্ঠানে জেলেনস্কির ভাষণ
২ বছর আগে
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’
আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী শুক্রবার (১৭ ডিসেম্বর) মুক্তি পেল স্পাইডার ম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে জনপ্রিয় সিরিজের এই সিনেমাটি।
স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা ও অনলাইনে এই সিনেমার টিকেট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এছাড়াও রয়েছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। ‘অ্যাডভেঞ্চারর্স এন্ডগেম’ এ টনি স্টার্কের মৃত্যুর পর এই সিনেমায় স্পাইডারম্যানের জীবন কার্যত অভিভাবকহীন।
আরও পড়ুন: বেঙ্গল শিল্পালয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবসিনেমার ট্রেলারে দেখা গিয়েছে পিটার পার্কার ড. স্টে্রঞ্জের সঙ্গে দেখা করছেন। তারা আলোচনা করছেন মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও ওঠাপড়া। ট্রেলারের শেষে দেখা গিয়েছে ড. অক্টোপাসকেও। গোটা ট্রেলার জুড়েই রয়েছে টান টান নাটকীয়তা আর লাইফ অ্যাকশন। তবে কেবল অ্যাকশন বা রুদ্ধশ্বাস রহস্য নয়, পিটার পার্কারের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়াও।
উল্লেখ্য ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ মুক্তি পায় ২০১৭ সালে, ২০১৯ সালে আসে ‘স্পাইডার–ম্যান: ফার ফ্রম হোম’ এবং সবশেষ পর্ব ‘স্পাইডার–ম্যান: নো ওয়ে হোম’। সনির প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে এই ফ্র্যাঞ্চাইজি সিরিজ।
আরও পড়ুন: বছরের সবচেয়ে বড় কনসার্ট ‘ঢাকা রক ফেস্ট ২.০’ হবে ২৩ ডিসেম্বর
২ বছর আগে
১২ প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’
বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানোর পর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ শুক্রবার দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয়কারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়ে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
ইউএনবির সাথে আলাপকালে চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, `আমরা আমাদের চলচ্চিত্রটির জন্য দেশ-বিদেশ থেকে অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি। তবে আমরা আমাদের দেশের দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি। বরাবরের মতো, আমরা এখনও ধীরে এগোতে চাই। ঢাকার দর্শকদের আগ্রহ দেখে-বুঝে আমরা আগামী সপ্তাহে অন্যান্য জেলায় যেতে চাই।’
চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রথমবারের মতো পরিচালক সাদসহ রেহানা মরিয়ম নূর’ এর টিম মেম্বাররা সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিচালক সাদ বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে এমন একটি টিম পেয়েছি। আমার টিমের প্রত্যেক সদস্যই তাদের সেরাটা দিয়েছেন এবং ফলস্বরূপ আমাদের চলচ্চিত্রটি এই পর্যায়ে এসেছে। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে বিশ্বাস করেছিল। এখন দর্কদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: ‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
বাঁধন বলেছেন, ন্যায়বিচারের জন্য রেহানার একগুঁয়েমি, সমাজের প্রতি হতাশা এবং একজন বিধবা কর্মজীবী মায়ের সংগ্রাম- আমাদের সমাজের একটি সাধারণ দৃশ্য। এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। তবে চরিত্রটির সকল কৃতিত্ব সাদের। ও এত ভালো দিকনির্দেশনা দিয়েছে, অভিনয় করার সময় ও বারবার আমাকে গাইড করেছে।
বুধবার রাতে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটির বিশেষ প্রেস স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে সাদ বলেছেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের প্রেক্ষাগৃহে মুক্তির আগে সমালোচকেরা ছবিটি দেখুক, কারণ আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান।’
উল্লেখ্য, চলচ্চিত্রটি কাহিনী ঢাকার একটি মেডিকেল কলেজের ৩৭ বছর বয়সী সহকারী অধ্যাপক ডা. রেহানা মরিয়ম নূরের জীবন নিয়ে তৈরি।
বাঁধন তার দুর্দান্ত অভিনয়ের জন্য বৃহস্পতিবার ১৪তম এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এ 'সেরা অভিনেত্রীর পুরস্কার' জিতেছে। চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ জুরি গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন।
এটি ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। কানের পর 'রেহানা মরিয়ম নূর' মেলবোর্ন, বুসান ও লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়।
এটি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে এবং চলচ্চিত্রটি ২০২২ সালের অস্কারের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছে।
বাঁধনের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম ও ইয়াসির আল হক।
আরও পড়ুন: বাগদানের খবর জানালেন মিম
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা
৩ বছর আগে
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্র প্রদর্শিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছে।
৪ বছর আগে