বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানোর পর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের বহুল আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ শুক্রবার দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয়কারী অভিনেত্রী আজমেরী হক বাঁধন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হয়ে দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
ইউএনবির সাথে আলাপকালে চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, `আমরা আমাদের চলচ্চিত্রটির জন্য দেশ-বিদেশ থেকে অবিশ্বাস্য রকম সাড়া পেয়েছি। তবে আমরা আমাদের দেশের দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি। বরাবরের মতো, আমরা এখনও ধীরে এগোতে চাই। ঢাকার দর্শকদের আগ্রহ দেখে-বুঝে আমরা আগামী সপ্তাহে অন্যান্য জেলায় যেতে চাই।’
চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রথমবারের মতো পরিচালক সাদসহ রেহানা মরিয়ম নূর’ এর টিম মেম্বাররা সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিচালক সাদ বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে এমন একটি টিম পেয়েছি। আমার টিমের প্রত্যেক সদস্যই তাদের সেরাটা দিয়েছেন এবং ফলস্বরূপ আমাদের চলচ্চিত্রটি এই পর্যায়ে এসেছে। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে বিশ্বাস করেছিল। এখন দর্কদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
আরও পড়ুন: ‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
বাঁধন বলেছেন, ন্যায়বিচারের জন্য রেহানার একগুঁয়েমি, সমাজের প্রতি হতাশা এবং একজন বিধবা কর্মজীবী মায়ের সংগ্রাম- আমাদের সমাজের একটি সাধারণ দৃশ্য। এ ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। তবে চরিত্রটির সকল কৃতিত্ব সাদের। ও এত ভালো দিকনির্দেশনা দিয়েছে, অভিনয় করার সময় ও বারবার আমাকে গাইড করেছে।
বুধবার রাতে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটির বিশেষ প্রেস স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে সাদ বলেছেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের প্রেক্ষাগৃহে মুক্তির আগে সমালোচকেরা ছবিটি দেখুক, কারণ আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মূল্যবান।’
উল্লেখ্য, চলচ্চিত্রটি কাহিনী ঢাকার একটি মেডিকেল কলেজের ৩৭ বছর বয়সী সহকারী অধ্যাপক ডা. রেহানা মরিয়ম নূরের জীবন নিয়ে তৈরি।
বাঁধন তার দুর্দান্ত অভিনয়ের জন্য বৃহস্পতিবার ১৪তম এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (এপিএসএ) এ 'সেরা অভিনেত্রীর পুরস্কার' জিতেছে। চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ জুরি গ্র্যান্ড পুরস্কার পেয়েছেন।
এটি ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। কানের পর 'রেহানা মরিয়ম নূর' মেলবোর্ন, বুসান ও লন্ডন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়।
এটি বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট পেয়েছে এবং চলচ্চিত্রটি ২০২২ সালের অস্কারের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছে।
বাঁধনের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম ও ইয়াসির আল হক।
আরও পড়ুন: বাগদানের খবর জানালেন মিম